Advertisment

শরীর স্বাস্থ্য বেশ ভালোই, চাঁদের মাটিতে গুটিগুটি পায়ে হেঁটে চলেছে 'রোভার প্রজ্ঞান’

ইতিমধ্যে ৮ মিটার দূরত্ব হেঁটেও ফেলেছে সে।

author-image
IE Bangla Tech Desk
New Update
ISRO, Chandrayaan 3, Chandrayaan 3 Live, Chandrayaan 3 Moon Landing, Chandrayaan 3 Landing, Chandrayaan 3 Landing on Moon, ISRO Moon Mission, Moon South Pole, Chandrayaan 3 successful Landing, India On Moon, Pragyan Rover, Rover Latest News, Vikram Lander, Chandrayaan 3 Moon Video, Moon, Chandrayaan 3 Rover Video,

চাঁদের মাটিতে গুটিগুটি পায়ে হেঁটে চলেছে 'রোভার প্রজ্ঞান’

চাঁদের মাটিতে গুটিগুটি পায়ে হেঁটে চলেছে 'রোভার প্রজ্ঞান’। ইতিমধ্যে ৮ মিটার দূরত্ব হেঁটেও ফেলেছে সে। ইসরো চন্দ্রযান ৩ এর সর্বশেষ আপডেট শেয়ার করেছে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

Advertisment

ইসরোর চন্দ্রযান-৩ মিশন ইতিমধ্যেই সফল। বিক্রম ল্যান্ডার থেকে বেরিয়ে আসার পর প্রজ্ঞান রোভার চাঁদের মাটিতে গুটিগুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে। চাঁদের মাটিতে সে ইসরো ও তেরঙ্গার ছাপ ফেলে এগিয়ে চলেছে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-এর চন্দ্রযান-৩-এর রোভার প্রজ্ঞান চাঁদের দক্ষিণ মেরুতে নেমে শুরু করে তার কাজ। শুক্রবার (২৫ আগস্ট) টুইট করে (X) এই বিষয়ে তথ্য দিয়েছে ISRO।

ISRO লিখেছে, "রোভারটি সফলভাবে প্রায় ৮ মিটার দূরত্ব অতিক্রম করেছে। রোভারের পেলোড LIBS এবং APXS চালু আছে। প্রোপালশন মডিউল, ল্যান্ডার মডিউল এবং রোভারের সমস্ত পেলোড সঠিক ভাবে কাজ করছে।"

এর আগে, ইসরো রোভার প্রজ্ঞানের ল্যান্ডার থেকে বেরিয়ে যাওয়ার একটি ভিডিওও প্রকাশ করেছিল, যা ল্যান্ডারের ইমেজার ক্যামেরায় তোলা হয়েছিল। ইতিহাস সৃষ্টি করে, ভারতের চন্দ্রযান-৩ মিশনের ল্যান্ডার মডিউল বুধবার (২৩ আগস্ট) চাঁদের দক্ষিণ মেরুতে ‘নরম অবতরণ’ করেছে। অবতরণের কয়েক ঘণ্টা পর রোভার ল্যান্ডারের পেট থেকে বেরিয়ে আসে।

অবতরণের কয়েক ঘণ্টা পর রোভার বিক্রম ল্যান্ডার থেকে বেরিয়ে আসে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ রোভারের বেরিয়ে আসার ভিডিওটি শেয়ার করে ISRO লিখেছে, "চন্দ্রযান-৩-এর রোভার, ল্যান্ডার ছেড়ে চাঁদের পৃষ্ঠে এভাবে হাঁটল।"

ল্যান্ডারের মডিউলটি ২৩ আগস্ট সন্ধ্যা ৬.০৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি অঞ্চলে নরম অবতরণ করে। ভারত প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে ‘নরম অবতরণ’ করল। এর পাশাপাশি, চাঁদে নরম অবতরণ করা চতুর্থ দেশ হয়ে উঠেছে ভারত।

ISRO Chandrayaan 3
Advertisment