Advertisment

Royal Enfield Achieves 1 Lakh Sales: ভারতের বাজারে নয়া রেকর্ড, নভেম্বরেই নয়া বাইক লঞ্চ Royal Enfield-এর

Royal Enfield Achieves 1 Lakh Sales: রয়্যাল এনফিল্ড বাইকগুলি শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই দারুণভাবে জনপ্রিয়৷ বাইকটি ইতিমধ্যে ভারতের বাজারে এখন পর্যন্ত বিক্রির সব রেকর্ড ভেঙে দিয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Royal Enfield Achieves 1 Lakh Sales

রয়্যাল এনফিল্ড বাইকগুলি শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই দারুণভাবে জনপ্রিয়৷

Royal Enfield Achieves 1 Lakh Sales: রয়্যাল এনফিল্ড বাইকগুলি শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই দারুণভাবে জনপ্রিয়৷ বাইকটি ইতিমধ্যে ভারতের বাজারে এখন পর্যন্ত বিক্রির সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত মাসে অর্থাৎ অক্টোবর কোম্পানি বাইকের এক লক্ষ ইউনিট বিক্রি করেছে।  

Advertisment

দেশীয় বাজারে বাইক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলি গত মাসে মোট ১ লাখ ১০ হাজার ৫৭৪টি মোটর বাইক বিক্রি করেছে। এর মধ্যে অভ্যন্তরীণ বাজারে ১ লাখ ১ হাজার ৮৮৬ ইউনিট এবং রপ্তানি হয়েছে ৮ হাজার ৬৮৮ ইউনিট। এইভাবে রয়্যাল এনফিল্ড বার্ষিক ভিত্তিতে ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর অক্টোবর মাসে বিক্রি হয়েছিল ৮৪ হাজার ৪৩৫ ইউনিট।

চূড়ান্ত হল দিনক্ষণ, BSNL 5G নিয়ে বিরাট আপডেট, মিশন ২০২৫-এ ফোকাস কী কী?

রয়্যাল এনফিল্ডের নতুন বাইক লঞ্চ হবে ৫ নভেম্বর 
ব্রিটিশ অটোমেকাররা এখন আরেকটি নতুন বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। রয়্যাল এনফিল্ডের নতুন বাইক বিয়ার লঞ্চ হতে চলেছে ৫ নভেম্বর। এই বাইকটি ইতালির মিলান শহরে EICMA মোটর শোতে উপস্থাপন করা হবে। অটোমেকাররা এই বাইকটির ছবি প্রকাশ করে এর স্টাইল এবং লুক উন্মোচন করেছে।

রয়্যাল এনফিল্ড বিয়ার 650-এর উন্মাদনা বহুদিন ধরেই মানুষের মধ্যে চলছে। প্রায় দুই বছর ধরে লাখ লাখ মানুষ এই বাইকটি লঞ্চের জন্য অপেক্ষা করছে। এই বাইকটি পাঁচটি রঙের ভেরিয়েন্ট নিয়ে বিশ্ব বাজারে আসতে চলেছে। এই নতুন মোটরসাইকেলটিতে ইন্টারসেপ্টর 650 এর মতো একই ইঞ্জিন এবং চেসিস থাকবে, তবে সাসপেনশন এবং চাকা ভিন্ন হবে।

৬০০ জিবির পালটা ৭২০ জিবি! BSNL-কে জোর টেক্কা, ঝড় তুলল Airtel

Royal Enfield Bear 650 এর ফিচার্স- 
Royal Enfield Bear 650 এ রয়েছে একটি 648 cc তেল এবং এয়ার-কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন। এই ইঞ্জিনটি 7,150 rpm-এ 47 bhp শক্তি প্রদান করে এবং 5,150 rpm-এ 56.5 Nm টর্ক জেনারেট করে৷ এই বাইকের মোটরটি একটি 6-স্পীড গিয়ার বক্স দিয়ে সজ্জিত। Bear 650-এ স্ক্র্যাম্বলারের মতো চওড়া হ্যান্ডেলবার দেওয়া হয়েছে। এই বাইকটিতে ডুয়াল-চ্যানেল ABSও রয়েছে। এই বাইকে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টও রয়েছে।

bike motorbike riding
Advertisment