Advertisment

মধ্যবিত্তের সাধ মেটাতে হাজার দশেক টাকায় রয়্যাল এনফিল্ড বুলেটের বুকিং শুরু

ইলেকট্রিক স্টার্টের ৩৫০ কিনলে জেট ব্ল্যাক, রিগেল রেড এবং রয়্যাল ব্লু রঙের অপশন পেয়ে যাবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ BS6 আগাম বুকিং শুরু হয়েছে ভারতে। এক্সপ্রেস ড্রাইভের সূত্র নিশ্চিত করেছে যে আসন্ন বুলেট ৩৫০ বিএসসিক্স হাজার দশেক টাকায় বুকিং করা যাচ্ছে। বর্তমানে রয়্যাল এনফিল্ডে সর্বাধিক সাশ্রয়ী বাইক বুলেটের দাম কিক স্টার্টের জন্য ১.১৪ লক্ষ টাকা এবং বৈদ্যুতিক স্টার্ট ট্রিমের দাম ১.৩০ লক্ষ টাকা। অনেক বাইক প্রেমীর এনফিল্ড কেনার স্বপ্ন থাকে। নতুন আপকামিং বুলেটের দাম আপনার সেই স্বপ্ন পূরণ করতে পারে। পাশাপাশি নতুন বিকল্প রঙে পেয়ে যাবেন বুলেট ৩৫০ BS6।

Advertisment

তবে ডিজাইনের খুব বেশি তফাৎ হয়নি বলেই জানা গিয়েছে। ফিচার্স-এর ক্ষেত্রে কিছু তারতম্য হয়েছে। সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন যার অশ্বক্ষমতা ১৯.৮ বিএইচপি। স্পিডোমিটার অ্যানালগ হবে বলেই মনে করা হচ্ছে।ফুয়েল ইন্ডিকেটর ও ওডোমিটার-এর জন্য থাকবে ডিজিটাল কাউন্টার।

publive-image বৈদ্যুতিক স্টার্ট ট্রিমের দাম ১.৩০ লক্ষ টাকা।

ব্রেকিং সিস্টেম উন্নত করা হয়েছে। এবিএস রয়েছে। সামনে ২৮০ এমএম এর ডিস্ক ব্রেক, পিছনের চাকায় ১৫৩ এমএম অর ড্রাম ব্রেক রয়েছে।

publive-image সাধ মিটিয়ে নিন নতুন রয়্যাল এনফিল্ডে

গত বছরই স্ট্যান্ডার্ড বুলেট ৩৫০ কালো ও আরও তিনটি রঙে পাওয়া যাবে ভারতের বাজারে এমনটাই জানান হয়েছিল সংস্থার পক্ষ থেকে। ইলেকট্রিক স্টার্টের ৩৫০ কিনলে জেট ব্ল্যাক, রিগেল রেড এবং রয়্যাল ব্লু রঙের অপশন পেয়ে যাবেন। তেলের ট্যাঙ্কে লোগো বদল করা হয়েছে।

Advertisment