/indian-express-bangla/media/media_files/2025/06/14/Y8mkXKWJTGxeIqOWNofu.jpg)
অ্যাডভেঞ্চারের নতুন দিশা
Royal Enfield Himalayan electric Bike: ভারতের বাজার ইলেকট্রিক স্কুটার-বাইকের চাহিদা আকাশছোঁয়া। আর সেকথা মাথায় রেখেই এবার ইলেকট্রিক বাইক সেগমেন্টে আলোড়ণ ফেলে গ্র্যান্ড এন্ট্রি নিতে চলেছে রয়্যাল এনফিল্ড। প্রথমবারের মতো, রয়্যাল এনফিল্ড ইলেকট্রিক বাইকের টিজার সামনে এসেছে।
মহাকাশ মিশন নিয়ে বিরাট ঘোষণা ইসরোর, গর্বে বুক ভরে উঠল ১৪০ কোটি ভারতীয়'র
বিখ্যাত মোটরসাইকেল প্রস্তুতকারক রয়্যাল এনফিল্ড এখন ইলেকট্রিক সেগমেন্টে প্রবেশ করতে চলেছে। কোম্পানিটি তাদের অ্যাডভেঞ্চার বাইক হিমালয়ানের ইলেকট্রিক ভার্সনের (ইলেকট্রিক হিমালয়ান বা হিম-ই) টিজার প্রকাশ করেছে।
Out with the team in the Himalayas doing what we love the most!#Testing#HimalayanTesting#RoyalEnfieldHimalayan#RoyalEnfield#RidePure#PureMotorcyclingpic.twitter.com/c1zKz6hrdo
— Royal Enfield (@royalenfield) June 11, 2025
আশা করা হচ্ছে ২০২৬ সালের মধ্যে বাজারে আসতে পারে রয়্যাল এনফিল্ডের বহু প্রতীক্ষিত ইলেকট্রিক বাইক। কোম্পানি তাদের জনপ্রিয় হিমালয়ান ৪৫০ এর মতো একই ডিজাইনে ইলেকট্রিক হিমালয়ান ডিজাইন করেছে। গোলাকার এলইডি হেডলাইট, লম্বা উইন্ডস্ক্রিন এবং সিঙ্গেল-পিস সিট রয়েছে এই ইলেকট্রিক বাইকে। বাইকটিতে স্পোক হুইল এবং অফ-রোড টায়ার রয়েছে।
এই ইলেকট্রিক বাইকে কত ক্যাপাসিটির ব্যাটারি এবং মোটর ইনস্টল করা হবে সে সম্পর্কে এখনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। ইলেকট্রিক হিমালয়ানে আধুনিক টিএফটি ডিসপ্লে, একাধিক রাইডিং মোড এবং নেভিগেশনের মতো বৈশিষ্ট্য থাকবে বলে আশা করা হচ্ছে। এই ইলেকট্রিক বাইকের আনুমানিক দাম ৭ থেকে ৮ লক্ষ (এক্স-শোরুম) হতে পারে। এটি ভারতে অ্যাডভেঞ্চার ইলেকট্রিক বাইক সেগমেন্টকে এক নতুন দিশা দেখাতে পারে।