Royan Enfield Hunter: কমে গেল GST, দীপাবলির আগে হাজার হাজার টাকা সস্তায় কিনুন Royan Enfield Hunter

Royan Enfield Hunter: কেন্দ্রীয় সরকার জিএসটি হার কমানোর ঘোষণা করেছে, যার ফলে দীপাবলির আগে সাধারণ মানুষের জন্য বড় উপহার আসতে চলেছে। গাড়ি ও মোটরসাইকেলের উপর কর কমানোয় সেগুলির দামও কমতে চলেছে।

Royan Enfield Hunter: কেন্দ্রীয় সরকার জিএসটি হার কমানোর ঘোষণা করেছে, যার ফলে দীপাবলির আগে সাধারণ মানুষের জন্য বড় উপহার আসতে চলেছে। গাড়ি ও মোটরসাইকেলের উপর কর কমানোয় সেগুলির দামও কমতে চলেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
cats

রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ কতটা সস্তা হবে?

Royan Enfield Hunter:  কেন্দ্রীয় সরকার জিএসটি হার কমানোর ঘোষণা করেছে, যার ফলে দীপাবলির আগে সাধারণ মানুষের জন্য বড় উপহার আসতে চলেছে। গাড়ি ও মোটরসাইকেলের উপর কর কমানোয় সেগুলির দামও কমতে চলেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩৫০ সিসি পর্যন্ত স্কুটার ও বাইক এখন আরও সস্তা হবে, তবে ৩৫০ সিসির বেশি ক্ষমতার বাইক কিছুটা ব্যয়বহুল হয়ে উঠবে। বাইকের ক্ষেত্রে জিএসটি ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। এই নতুন হার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

Advertisment

রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ কতটা সস্তা হবে?

জনপ্রিয় বাইক Royal Enfield Hunter 350 কেনার পরিকল্পনা থাকলে ক্রেতাদের জন্য আসছে বাড়তি সুবিধা। বর্তমানে এই বাইকের মিড ভেরিয়েন্টের এক্স-শোরুম মূল্য ১,৭৬,৭৫০ টাকা। এর উপর আগে ২৮ শতাংশ জিএসটি ধার্য ছিল। নতুন হারে ১০ শতাংশ কম জিএসটি দেওয়ায় ক্রেতারা প্রায় ১৭,৬৭৫ টাকা পর্যন্ত সাশ্রয় করবেন। ফলে দীপাবলির আগে এই বাইক কেনা আরও লাভজনক হয়ে উঠবে।

হান্টার ৩৫০-এর ইঞ্জিন ও বৈশিষ্ট্য

Royal Enfield Hunter 350-তে রয়েছে 349cc J-সিরিজ এয়ার-কুলড সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা 20.2 bhp শক্তি এবং 27 Nm টর্ক উৎপন্ন করে। বাইকটিতে রয়েছে 5-স্পিড গিয়ারবক্স এবং স্লিপ অ্যাসিস্ট ক্লাচ। এছাড়াও, আধুনিক ফিচারের মধ্যে থাকছে LED হেডল্যাম্প, টাইপ-সি ইউএসবি চার্জিং পোর্ট এবং উন্নত মানের ফোম সিট। নতুন রঙিন সংস্করণের বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে রয়্যাল এনফিল্ড ডিলারশিপ, অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে। ফলে উৎসবের মরসুমে বাইকপ্রেমীদের জন্য এটি হতে চলেছে একটি বড় সুযোগ।

Advertisment

আরও পড়ুন- ৫ হাজার ভিউয়ের জন্য ফেসবুক কত টাকা দেয়, জানলেই ভিডিও তৈরি শুরু করবেন

GST bike