Advertisment

Royal Enfield Flying Flea C6: বাইকের বাজারে বিস্ফোরণ! Royal Enfield- আনল সংস্থার প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল

Royal Enfield Flying Flea C6: জল্পনা ছিলই, অবশেষে বাজারে এল রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল। কোম্পানি ফ্লাইং ফ্লি সি৬ লঞ্চ করেছে। ইতালিতে অনুষ্ঠিত EICMA 2024-ইভেন্টে এই ইলেকট্রিক বাইকটি লঞ্চ করা হয়।

author-image
IE Bangla Tech Desk
New Update
Flying Flea C6

বাইকের বাজারে বিস্ফোরণ! Royal Enfield- আনল সংস্থার প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল

Royal Enfield Flying Flea C6: বাইকের বাজারে বিস্ফোরণ! Royal Enfield-ইভি লঞ্চ।  Flying Flea C6 বাজারে আনল সংস্থা। নয়া এই বাইক কবে লঞ্চ হবে ভারতে? 

Advertisment


জল্পনা ছিলই, অবশেষে বাজারে এল রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল। কোম্পানি ফ্লাইং ফ্লি সি৬ লঞ্চ করেছে। ইতালিতে অনুষ্ঠিত EICMA 2024-ইভেন্টে এই ইলেকট্রিক বাইকটি লঞ্চ করা হয়। 


রয়্যাল এনফিল্ড গোটা বিশ্বের রাইডার মহলে বেশ জনপ্রিয়। এখন কোম্পানি ইলেকট্রিক সেগমেন্টে তার আধিপত্য বিস্তার করতে চলেছে। রয়্যাল এনফিল্ডের প্রথম বৈদ্যুতিক বাইক নিয়ে দীর্ঘদিন ধরেই মানুষের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছিল। অবশেষে ইতালির মিলানে অনুষ্ঠিত EICMA 2024-ইভেন্টে কোম্পানির প্রথম বৈদ্যুতিক বাইক Flying Flea C6 লঞ্চ করেছে।  ডিজাইনের কথা বললে, এই বাইকে রয়েছে গোল হেডল্যাম্প, লং ফেন্ডার এবং গার্ডার ফ্রন্ট ফর্ক। অ্যালয় হুইল, গোলাকার আয়না এবং পাতলা টায়ার।

BSNL-এর 'হাইভোল্টজ' প্ল্যান, মারকাটারি সুবিধা জানলে মাথা ঘুরে যাবে

ফিচারের কথা বললে, LED লাইটিং এবং LED টার্ন সিগন্যাল, সম্পূর্ণ ডিজিটাল TFT সার্কুলার ইন্সট্রুমেন্ট কনসোল এই বাইকে রয়েছে। এছাড়াও এই বাইকে ব্লুটুথ কানেক্টিভিটি এবং নেভিগেশন সাপোর্টের মত ফিচারও পাওয়া নয়া এই বাইকে, যদিও নয়া এই ই বাইকের সব ফিচার এখনও প্রকাশ করা হয়নি। আশা করা হচ্ছে এই বাইকে বিশেষ ফিচার যেমন ট্র্যাকশন কন্ট্রোল এবং রাইডিং মোড শীগ্রই সামনে আনবে সংস্থা। আশা করা হচ্ছে ২০২৬ সালের মধ্যে এই বাইকটি বিক্রির জন্য বাজারে আনবে সংস্থা। 


ভারতে রয়্যাল এনফিল্ড ইলেকট্রিক বাইকের দাম
রয়্যাল এনফিল্ডের এই বাইকটি কবে ভারতীয় বাজারে গ্রাহকদের জন্য লঞ্চ হবে বা ভারতে এই বাইকের দাম কত হবে? বর্তমানে এই সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি। ইভেন্ট চলাকালীন কোম্পানি এবিষয়ে কোন তথ্য দেয়নি।

Electric Vehicle
Advertisment