Rs 7500 Cashback Offer on Petrol, Diesel: লিটার পিছু পেট্রোল ডিজেল মোটামুটি আকাশ ছুঁয়েছে মাস দুয়েক ধরেই। রান্নার গ্যাসের দামও বেড়েছে গত সপ্তাহে। ওদিকে আবার মার্কিন ডলারের তুলনায় টাকার দামও রোজই পড়ছে। সব মিলিয়ে আম জনতা রীতিমতো নাজেহাল। কর্ম ক্ষেত্রে নিজেদের গাড়ি নিয়ে যাতায়াত করতেন যারা, তাদের মাথায় হাত। কেন্দ্র থেকে দিন দুয়েক আগে অবশ্য লিটার পিছু আড়াই টাকা কমানো হয়েছে পেট্রোলের দাম। তবে তাতে খুব কিছু সুবিধে হয়েছে বলে মনে হয়না সাধারণ মানুষের। লোকে আজকাল বাইক উপহার দিলে সঙ্গে দিচ্ছে কয়েক লিটার তেলও। বাজারের এই শোচনীয় অবস্থায় কিছুটা লাভ করার আশা করছে ডিজিটাল ওয়ালেট সংস্থাগুলো। 'নবাব কিনলে আরাম ফ্রি' পাবেন কিনা জানা নেই, তবে পেট্রোল কিনলে নানা কিছু ফ্রি পাবেন।
পেট্রোল ডিজেল কিনলে ৭৫০০ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক অফার দিচ্ছে পেটিএম, ফোনপে, মবিকুইক -এর মতো ডিজিটাল ওয়ালেট সংস্থা। দৈনিক যাতায়াতের মাধ্যম হিসেবে দু-চাকা কিমবা চার-চাকার ব্যবহার করেন যারা, তাদের এতে বেশ সুবিধে হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন, বিএসএনএল নিয়ে এল অল্প খরচে পুষ্টিকর রিচার্জ
একবার চোখ বুলিয়ে দেখে নেওয়া যাক ঠিক কী কী অফার নিয়ে এসেছে সংস্থাগুলো।
Petrol, Diesel price: Avail Rs. 7,500 cashback via Paytm, Mobikwik, and PhonePe on fuel payments
পেটিএম
৫০ টাকার বিনিময়ে ২০১৯ এর পয়লা আগস্ট পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে। পেট্রোল পাম্প গুলোয় তেল নেওয়ার আগেই জানিয়ে দিতে হবে রিচার্জের মাধ্যম হবে পেটিএম অ্যাপ। তেল কেনার ৪৮ ঘণ্টার মধ্যে আপনার পেটিএম ওয়ালেটে ঢুকে যাবে টাকা (ক্যাশ ব্যাক)। ১০ বার এই অ্যাপ দিয়ে তেলের দাম মেটালে আপনি ফেরত পাবেন ১৩৫০ টাকা। অফারের মাধ্যমে সর্বোচ্চ ৭৫০০ টাকা ফেরত পেতে পারেন গ্রাহক।
মবিকুইক
চলতি বছরের শেষ দিন পর্যন্ত অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০১৮ অবধি এই অফারের বৈধতা থাকছে। তবে বাছাই করা কিছু পেট্রোল পাম্পে এই সুবিধা পাওয়া যাবে। মবিকুইকের মাধ্যমে ৫০ টাকা লেনদেন হলেই ২৫ শতাংশ ছাড় পাবেন গ্রাহক। তবে ফেরত পাওয়া টাকা আগামী এক মাসের মধ্যে ব্যবহার করতে হবে।
ফোনপে
ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে ১০০ টাকা বা তার ওপরে লেনদেন হলে ৪০ টাকা ফেরত দেবে ফ্লিপকার্টের মালিকানাধীন এই সংস্থা। হিন্দুস্তান পেট্রোলিয়ামের স্টেশনে ক্যাশ ব্যাক দেবে ৩৫ টাকা। দিনে এক বারই নেওয়া যাবে এই সুযোগ। অফারের বৈধতা ৩১ ডিসেম্বর ২০১৮।