Advertisment

AC Tips: বর্ষায় এসির সেটিংসে আনুন সামান্য বদল, তৃপ্তির চাদড়ে মুড়ে ফেলুন নিজেকে!

রাজ্যে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাত সেভাবে না হওয়ার কারণে অস্বস্তিকর গরমে নাজেহাল মানুষ।

author-image
IE Bangla Tech Desk
New Update
you run Ac in rain, What is Dry Mode on AC, ac tips, monsoon, humidity, dehumidifier, temperature, cooling, curtains, when to use dry mode in air conditioner, portable air conditioner dry mode, what is dry mode in window ac, AC Tips for Monsoon, AC Tips , monsoon Tips, AC, AC use in Rainy season, AC use in monsoon, AC Tips, AC fan , AC Outdoor Unit, Rainy Season, Utility News, AC Using Tips In Rainy Season, ac using tips" you run Ac in rain, What is Dry Mode on AC, ac tips, monsoon, humidity, dehumidifier, temperature, cooling, curtains, when to use dry mode in air conditioner, portable air conditioner dry mode, what is dry mode in window ac, AC Tips for Monsoon, AC Tips , monsoon Tips, AC, AC use in Rainy season, AC use in monsoon, AC Tips, AC fan , AC Outdoor Unit, Rainy Season, Utility News, AC Using Tips In Rainy Season, ac using tips" you run Ac in rain, What is Dry Mode on AC, ac tips, monsoon, humidity, dehumidifier, temperature, cooling, curtains, when to use dry mode in air co

বর্ষাকালেও আমাদের এসি সুনির্দিষ্ট তাপমাত্রায় চালালে ভ্যাপসা গরম ও আদ্রতা থেকে আমাদের রক্ষা করে শীতল বাতাস সরবরাহ করে।

AC Tips: AC- র এই মোড বর্ষাতে দারুণ কার্যকর। সেটিংস বদলে তৃপ্তি চাদড়ে মুড়ে ফেলুন নিজেকে। রাজ্যে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাত সেভাবে না হওয়ার কারণে অস্বস্তিকর গরমে নাজেহাল মানুষ। বর্ষাকালেও আমাদের এসি সুনির্দিষ্ট তাপমাত্রায় চালালে ভ্যাপসা গরম ও আদ্রতা থেকে আমাদের রক্ষা করে শীতল বাতাস সরবরাহ করে। তা নিশ্চিত করতে আমাদের এসির সেটিংস এবং মোডে কিছু বদল আনতে হবে।

Advertisment

বিভিন্ন ঋতুর জন্য AC তে বিভিন্ন মোড দেওয়া থাকে। বর্ষা আসার সাথে সাথেই আর্দ্রতা এড়াতে এসির সেটিংস পরিবর্তন করাটা বিশেষ জরুরি। বৃষ্টি গরম থেকে কিছুটা স্বস্তি এনে দিলেও আর্দ্রতার কারণে সমস্যা বাড়িয়েছে। কুলার এবং ফ্যান কিছুটা স্বস্তি দিলেও এসির ধারেকাছে নেই তারা। গ্রীষ্মের পাশাপাশি বর্ষাতেও এয়ার কন্ডিশনানার আপনাকে দিতে পারে দারুণ তৃপ্তি। আর্দ্রতা দূর করতে এয়ার কন্ডিশনার আপনার জন্য সেরা বিকল্প।

অনেক সময় দেখা গেছে যে যাদের বাড়িতে এসি লাগানো রয়েছে তারাও বর্ষায় আর্দ্রতাজনিত সমস্যায় পড়েন। এর একটি বড় কারণ হল ভুল মোডে অর্থাৎ ভুল সেটিংয়ে এসি চালানো। বর্ষাকালে, এসির সেটিংসে কিছু পরিবর্তন করতে হবে। যাতে আমরা ঘর থেকে আর্দ্রতা এবং আঠালোভাব দূর করতে পারি। আমরা যদি মে-জুন সেটিংয়ে এসি চালাই, তবে এসি সঠিক শীতলতা সরবরাহ করবে না এবং ঘরে আর্দ্রতাও বৃদ্ধি পাবে।

বাজারে বেশিরভাগ এসিতে রয়েছে নতুন প্রযুক্তি । বিভিন্ন ঋতু অনুসারে, স্প্লিট এসি এবং উইন্ডো এসি উভয় ক্ষেত্রেই বিভিন্ন মোড দেওয়া হয়। আপনি আবহাওয়া এবং তাপমাত্রা অনুযায়ী এসির বিভিন্ন মোড ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন : < Best Umbrella: বৃষ্টির পাশাপাশি ভ্যাপসা গরম থেকে মিলবে রেহাই, ছাতাতেই রয়েছে কুলিং সিস্টেম, সেরা ফিচার অবাক করবে! >

বর্ষাকালে, আমরা কম তাপ অনুভব করি কিন্তু বাতাসে আর্দ্রতা বৃদ্ধির কারণে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। তা কাটিয়ে উঠতে, আপনি এয়ার কন্ডিশনারের ড্রাই মোড ব্যবহার করতে পারেন। এসির ড্রাই মোড ব্যবহার করে আপনি বর্ষাকালেও আর্দ্রতা ছাড়াই ঘরকে ঠান্ডা রাখতে পারেন। এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধু রিমোটে ড্রাই মোড সিলেক্ট করলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।

AC এর ড্রাই মোড আপনার ঘরের আর্দ্রতা সম্পূর্ণরূপে দূর করে। এসির ড্রাই মোডে, আপনার শীতলতা বাড়ানোর দরকার নেই। এমনকি আপনি যদি বর্ষাকালে 26 ডিগ্রি তাপমাত্রায় ড্রাই মোডে এসি চালান, তবুও আপনি ভাল ঠান্ডা উপভোগ করতে পারবেন।

Air Conditioner air conditioner machine
Advertisment