Advertisment

Russia fined Google : Google-কে জরিমানা রাশিয়ার! পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে

Russia fined Google : প্রতিবেদন অনুসারে, জরিমানা আরোপিত পুরো বিশ্ব অর্থনীতির চেয়ে বেশি, অর্থাৎ পৃথিবীতে এত পরিমাণ অর্থ নেই।

author-image
IE Bangla Tech Desk
New Update
google fine

Google-কে জরিমানা রাশিয়ার!

Russia fined Google : রাশিয়া ও আমেরিকার মধ্যে উত্তেজনা সকলেরই জানা। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর দুই মহাশক্তিধর দেশের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে।  এবার মার্কিন কোম্পানি Google কে জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত।  জরিমানার পরিমাণ ২০ ডেসিলিয়ন ডলারের সমান। প্রতিবেদন অনুসারে, জরিমানা আরোপিত পুরো বিশ্ব অর্থনীতির চেয়ে বেশি, অর্থাৎ পৃথিবীতে এত পরিমাণ অর্থ নেই। গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের ইউটিউবের বিরুদ্ধে এই বিপূল জরিমানা আরোপ করা হয়েছে। এর কারণ রাশিয়ার সরকারি মিডিয়া চ্যানেলগুলিকে ব্লক করা, যেগুলিকে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পর ব্লক করা হয়েছিল।

Advertisment

এনডিটিভির রিপোর্ট অনুসারে রাশিয়ার একটি আদালত Google -এর বিরুদ্ধে রায় দেওয়ার পর এই জরিমানা আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে যে গুগল ইউটিউবে রুশ মিডিয়া চ্যানেল ব্লক করে জাতীয় সম্প্রচার নিয়ম লঙ্ঘন করেছে। রাশিয়া আরও বলেছে যদি ৯ মাসের মধ্যে রাশিয়ান চ্যানেলগুলির সম্প্রচার ফের শুরু করা না হয় তবে জরিমানা প্রতিদিন দ্বিগুণ হবে। রিপোর্ট অনুযায়ী, ১৭টি রুশ সম্প্রচারক যৌথভাবে মামলাটি লড়েছে।

Jio-এর 'ডেটা বিস্ফোরণ'! দিওয়ালি অফারে পান গোটা বছরের জন্য বিনামূল্যে ইন্টারনেট...

২০২২ সালে, রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল। এরপর থেকে গুগল রাশিয়ায় তাদের কার্যক্রম সীমিত করে রেখেছিল। তবে ইউটিউব এবং গুগল সার্চের মতো পরিষেবা এখনও সেখানে চলছে।

গুগলকে কি সত্যিই এই জরিমানা দিতে হবে?
গুগলে যে জরিমানা আরোপ করা হয়েছে তা দিতে হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাশিয়া এই জরিমানাকে প্রতীকী ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছে। এর উদ্দেশ্য হল রাশিয়ান সম্প্রচারকদের বিষয়ে গুগলকে তার অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য করা। সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ মিডিয়াকে বলেছেন যে এই বিশাল জরিমানাটি রুশ মিডিয়ার উপর ইউটিউবের নিষেধাজ্ঞার বিষয়টিকে রাশিয়া কতটা গুরুত্ব সহকারে দেখছে সেদিকে দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে করা হয়েছে।

google
Advertisment