Advertisment

চাঁদের উদ্দেশ্যে পাড়ি রুশ চন্দ্রযান 'লুনা- ২৫', দক্ষিণ মেরুতে অবতরণ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই দু'দেশের

চন্দ্রযান-৩ এর আগেই চাঁদে অবতরণ করতে পারে রুশ ল্যান্ডার।

author-image
IE Bangla Tech Desk
New Update
Chandrayaan 3,Luna 25,Luna 25 Mission,President Vladimir Putin,Putin,RUSSIA,Russia Luna 25 Moon Mission,Russia Space Mission,চন্দ্রযান,চাঁদে,চাঁদে রাশিয়া,লুমা ২৫

চন্দ্রযান-৩ এর আগেই চাঁদে অবতরণ করতে পারে রাশিয়ান ল্যান্ডার

চাঁদের দিকে এগোচ্ছে ভারতের চন্দ্রযান। এরই মধ্যে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিল রুশ চন্দ্রযান 'লুনা ২৫'। শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেয় 'লুনা- ২৫'। পাঁচ দিনের মধ্যে এটি চাঁদের কাছাকাছি পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। যদিও এর অবতরণের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। 'লুনা ২৫' মিশন চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করবে। ভারতের মতোই চাঁদের দক্ষিণ মেরুতে এই চন্দ্রযান অবতরণ করবে এই রুশ চন্দ্রযান৷ পরীক্ষা করে দেখা হবে বরফ, মাটিও। সব কিছু ঠিকটাক থাকলে আগামী ১৬ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করছে রাশিয়ার চন্দ্রযান 'লুনা ২৫'।

Advertisment

৪৭ বছর পর রাশিয়ার চন্দ্র অভিযান। রুশ মহাকাশ সংস্থা (Roscosmos ) ১৯৭৬ সালের পর অর্থাৎ ৪৭ বছর পর প্রথমবারের মতো চাঁদে রুশ চন্দ্রযান পাঠিয়েছে। 'লুনা-২৫' ল্যান্ডার মিশনটি আজ ১১ অগাস্ট ভোর ৪.৪০ মিনিটে আমুর ওব্লাস্টের ভোস্টনি কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়। রুশ বিজ্ঞানীরা মনে করছেন ২১ আগস্টের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে 'লুনা -২৫'। চন্দ্রযান-৩ এর দুদিন আগেই রুশ চন্দ্রযান চাঁদের মাটিতে অবতরণ করবে। চন্দ্রযান-৩ এর আগেই চাঁদে অবতরণ করতে পারে রাশিয়ান ল্যান্ডার।রুশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার অবতরণের পরিকল্পনা করছে রাশিয়া। ২০১৮ সালে, নাসা বলেছিল যে চাঁদের দক্ষিণ মেরুতে জলের সন্ধান পাওয়া গিয়েছে।

ভারতের পর এখন রাশিয়াও চন্দ্রভিযানে সামিল। ৪৭ বছর পর প্রথমবারের মতো চাঁদে রুশ চন্দ্রযান পাঠিয়েছে রাশিয়া। লুনা- ২৫ মস্কো থেকে প্রায় ৫৫০০ কিলোমিটার পূর্বে অবস্থিত আমুর ওব্লাস্টের ভোস্টনি কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়। চন্দ্রযান-৩ এর আগে চাঁদের মাটিতে পা রাখতে চলেছে 'লুনা-২৫'।

মিডিয়া রিপোর্ট অনুসারে, ১১ আগস্ট শুক্রবার ভোর ৪.৪০ মিনিটে, 'লুনা-২৫' ল্যান্ডারটি রাশিয়ার ভোস্টনি কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়। লুনা-২৫ ল্যান্ডারটি সয়ুজ 2.1B রকেটে চাঁদে পাঠানো হয়েছিল। এর নাম দেওয়া হয়েছে লুনা-গ্লোব মিশন। রকেটটির দৈর্ঘ্য প্রায় ৪৬.৩মিটার, যখন এর ব্যাস ১০.৩ মিটার। রাশিয়ার মহাকাশ সংস্থা রোসকসমস বলছে, লুনা-২৫ চাঁদের উদ্দেশে রওনা হয়েছে। আশা করা হচ্ছে যে ২১ অথবা বা ২২ আগস্ট এটি চন্দ্র পৃষ্ঠে পৌঁছাবে 'লুনা ২৫'। 'লুনা ২৫' শিলা ও মাটির নমুনা সংগ্রহ করবে। রাশিয়ার লক্ষ্য হল ভবিষ্যতে যখনই মানুষ চাঁদে তাদের ঘাঁটি তৈরি করবে, তখন তাদের যেন জলের কোন সমস্যা না হয়।

আশা করা হচ্ছে যে ২১ বা ২২ আগস্ট 'লুনা-২৫' চন্দ্র পৃষ্ঠে পৌঁছাবে। একই সময়ে, চন্দ্রযান-৩, ২৩ আগস্ট চাঁদে অবতরণ করার কথা। রাশিয়া এর আগে ১৯৭৬ সালে চাঁদে লুনা-২৪ অবতরণ করেছিল। 'লুনা-২৫' সফল ভাবে অবতরণ করলে এটাই হবে প্রথমবারের মতো কোন দেশ চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ।

Chandrayaan 3
Advertisment