Advertisment

ভারতের মুন মিশনকে টক্কর দিতে গিয়ে জোর ধাক্কা রাশিয়ার, ব্যর্থ হতে চলেছে মিশন লুনা-২৫?

ব্যর্থ হতে চলেছে মিশন লুনা-২৫?

author-image
IE Bangla Tech Desk
New Update
Luna-25, Luna-25 landing, Luna-25 issue, Luna-25 emergency, Luna-25 moon, moon mission, Luna-25 India, Chandrayaan-3, Luna-25 landing, Roscosmos, Luna-25 problem,Luna-25 fail, Luna-25 crash, Science News, India Today Science

ব্যর্থ মিশন লুনা-২৫

মহাকাশে রাশিয়ার জন্য বড় ধাক্কা। ব্যর্থ হতে চলেছে মিশন লুনা-25? এই নিয়েই চলেছে জোর চর্চা। ভারতের মুন মিশন চন্দ্রযান-৩ এর পাশাপাশি রাশিয়ার চন্দ্র মিশন লুনা-২৫ও লাইমলাইটে রয়েছে। কিন্তু চাঁদের দক্ষিণ মেরুতে এর সফট ল্যান্ডিং এখন প্রশ্নের মুখে। রাশিয়ান মহাকাশ সংস্থা Roscosmos জানিয়েছে যে লুনা-25 মহাকাশযানটি চাঁদের কক্ষপথে একটি জরুরি অবস্থার সম্মুখীন হয়েছে এবং বিজ্ঞানীদের একটি দল সমস্যাটি পর্যবেক্ষণ করছে।

Advertisment

রাশিয়া ভারতের চন্দ্রযান-৩ এর আগে চাঁদের দক্ষিণ মেরুতে তার লুনা-২৫ অবতরণ করতে চলেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু বলেনি রুশ মহাকাশ সংস্থা রসকসমস। নির্ধারিত তারিখ অনুসারে, রাশিয়ান ল্যান্ডারটি ২১ থেকে ২২ আগস্টের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। তার ঠিক আগেই রাশিয়ান মুন মিশন লুনা-25-এ প্রযুক্তিগত ত্রুটি লক্ষ্য করা গিয়েছে। যার কারণে কক্ষপথ পরিবর্তন করা সম্ভব হয়নি।

কক্ষপথ পরিবর্তন করার সময় রাশিয়ান মুন মিশন লুনা-25-এ প্রযুক্তিগত ত্রুটি, অবতরণ স্থগিত হতে পারে। রাশিয়ার লুনা-25 মহাকাশযান চাঁদে অবতরণের ঠিক আগে ত্রুটির সম্মুখীন হয়েছে। রাশিয়ার জাতীয় মহাকাশ সংস্থা রোসকসমস এই তথ্যা জানিয়েছে। সোমবার একটি রাশিয়ান মহাকাশযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা রয়েছে। এই ত্রুটিটি চাঁদে লুনা-25-এর অবতরণকে প্রভাবিত করবে কিনা তা এখনও জানা যায়নি।

লুনা-25 বুধবার চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। ১৯৭৬ সালের পর এটিই প্রথম রাশিয়ান মহাকাশযান। জানা গিয়েছে ঠিক চাঁদে নামার আগে মহাকাশ যানে ‘গ্লিচ’ দেখা গিয়েছে। যার ফলে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। সংস্থাটি আরও বিস্তারিত না জানিয়ে বলেছে যে বিশেষজ্ঞরা পরিস্থিতি বিশ্লেষণ করছেন। শনিবার Roscosmos জানিয়েছে যে লুনা-25 অবতরণের আগে কক্ষপথ পরিবর্তন করার সময় অস্বাভাবিক অবস্থার কারণে কক্ষপথ সঠিকভাবে পরিবর্তন করতে পারেনি। মহাকাশ সংস্থা বলেছে যে বিশেষজ্ঞরা বর্তমানে হঠাৎ সমস্যা মোকাবেলা করতে অক্ষম। এ নিয়ে তারা নিরন্তর কাজ করে যাচ্ছেন। এর আগে, রাশিয়ান সংস্থা বলেছিল যে লুনা ২১ আগস্ট চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে।

russia Lunar Mission
Advertisment