Advertisment

বাজেট ফেন্ডলি স্মার্ট ফোন বাজারে নিয়ে এল Samsung, জেনে নিন কী কী রয়েছে এই ফোনে

Samsung Galaxy A03 মডেলের প্রারম্ভিক মূল্য ১০,৪৯৯ টাকা।

author-image
IE Bangla Tech Desk
New Update
NULL

Samsung Galaxy A03 মডেলের প্রারম্ভিক মূল্য ১০,৪৯৯ টাকা।

ওয়াটারড্রপ-নচ স্টাইল HD+ ডিসপ্লে প্যানেল, অক্টা কোর ইউনিসক প্রসেসর, ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহযোগে লঞ্চ হল Samsung Galaxy A03। এছাড়া, ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কাস্টম রমের সাপোর্টও পাওয়া যাবে। সাথে, স্মার্ট সেলফি অ্যাঙ্গেল ফিচার সহ একাধিক প্রিলোডেড ক্যামেরা মোড এবং ডলবি অ্যাটমস টেকনোলজির সঙ্গে নিয়ে আসা হয়েছে এই স্মার্ট ফোন। Motorola Moto E40, Realme C25_Y, এবং Tecno Spark 8C-কে কড়া টক্কর দিতে পারে নয়া এই ফোন। দেখে নেওয়া যাক নয়া এই ফোনে কী কী ফিচার রয়েছে।

Advertisment

Samsung Galaxy A03 মডেলের প্রারম্ভিক মূল্য ১০,৪৯৯ টাকা। এই দাম ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর, ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে ১১,৯৯৯ টাকা। ফোনটি ব্ল্যাক, ব্লু এবং রেড কালারে এসেছে। আগামী সপ্তাহ থেকে এই ফোন বিক্রির জন্য উপলব্ধ হবে।

Samsung Galaxy A03 ফোনে রয়েছে  ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) ইনফিনিটি-ভি TFT ডিসপ্লে, যার এসপেক্ট রেশিও ২০:৯। উন্নত পারফরম্যান্স অফার করার জন্য এটি ১.৬ গিগাহার্টজ ক্লক রেটের অক্টা কোর ইউনিসক টি৬০৬ প্রসেসর সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে উক্ত ফোনে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই কোর ৩.১ কাস্টম ওএস পাওয়া যাবে। আবার, স্টোরেজের কথা বললে, ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত মেমরি সহ ডিভাইসটি পাওয়া যাবে। তবে, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে।

অপটিক্সের দিক থেকে এই ফোনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এফ/১.৮ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের ডিসপ্লের উপরিভাগে একটি ৫ মেগাপিক্সলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা (অ্যাপারচার :এফ/২.২) দেওয়া হয়েছে। সর্বোপরি,ফোনটি ‘স্মার্ট সেলফি অ্যাঙ্গেল’ ফিচার সহ এসেছে, যা সেলফি সেন্সরের ফ্রেমে একাধিক মানুষের মুখ শনাক্ত করলে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনকে ওয়াইড অ্যাঙ্গেলে স্যুইচ করবে বলে দাবি করেছে সংস্থাটি।

কানেক্টিভিটির দিক থেকে এই ফোনে রয়েছে 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস/এ-জিপিএস, মাইক্রো ইউএসবি পোর্ট এবং একটি ৩.৫মিমি হেডফোন জ্যাক। আবার, সেন্সর হিসাবে এতে অ্যাক্সেলেরোমিটার সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর বর্তমান। পরিশেষে, বাজেট রেঞ্জের Samsung Galaxy A03 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য আছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।

Advertisment