scorecardresearch

50MP ক্যামেরা, 128GB স্টোরেজ, সেরা ডিজাইন, Samsung লঞ্চ করল Galaxy A14 4G

ডিভাইসটির পেছনের দিকে অ্যাপারচার F/1.8 সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা

samsung, smartphone

Samsung 2023 সালের জানুয়ারিতে তার Galaxy A14 5G লঞ্চ করেছিল। এবার Samsung নিয়ে এসেছে Galaxy A14 4G নয়া এই স্মার্টফোনে রয়েছে 6.6 ইঞ্চি IPS ডিসপ্লে, 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি। Samsung Galaxy A14 4G এর দাম এখনও জানা না গেলেও হ্যান্ডসেটটি কালো, সিলভার, সবুজ এবং গাঢ় লাল রঙে লঞ্চ করা হয়েছে। আপাতত মালয়েশিয়ায় লঞ্চ করা হয়েছে নয়া এই স্মার্টফোন। আশা করা হচ্ছে যে আগামী কয়েক দিনে্র মধ্যে ভারতের বাজারে Samsung Galaxy A14 4G নিয়ে আসতে চলেছে।

Samsung Galaxy A14 স্পেসিফিকেশন
Samsung Galaxy A14 এ রয়েছে একটি 6.6 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। স্ক্রিন ফুলএইচডি + রেজুলেশন 1080 x 2408 পিক্সেল ডিসপ্লে দেওয়া হয়েছে। স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও 20:9। সিকিউরিটির জন্য, এই Samsung ফোনে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই Samsung ফোনে একটি 13-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ডিভাইসটির পেছনের দিকে অ্যাপারচার F/1.8 সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর রয়েছে। এছাড়া হ্যান্ডসেটে রয়েছে 5 মেগাপিক্সেল আল্ট্রাভায়োলেট এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ক্যামেরা রয়েছে।

Samsung Galaxy A14 4G ফোনে Helio G80 চিপসেট দেওয়া হয়েছে বলেই রিপোর্ট অনুসারে জানা গিয়েছে । হ্যান্ডসেটটিতে রয়েছে 6GB RAM, 128GB স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট এবং Android 13 OS ভিত্তিক One UI 5। Galaxy A14 মডেলে পাওয়ার ব্যাকআপের দিক থেকে রয়েছে একটি 5000mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 15W ফাস্ট চার্জিং সাপোর্ট। ডিভাইসটির ওজন মাত্র 201 গ্রাম। হ্যান্ডসেটের পরিমাপ হল 167.7 x 78 x 9.1 মিমি।

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: Samsung galaxy a14 4g launched549134