Samsung Galaxy A16 5G: দিওয়ালিতে বিরাট চমক! Samsung ভারতে একটি নতুন 5G স্মার্টফোন Galaxy A16 5G লঞ্চ করেছে। নয়া এই স্মার্টফোন রয়েছে মিডিয়াটেকের ডাইমেনশন 6300 প্রসেসর, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 5 হাজার mAh ব্যাটারি, 25 ওয়াট চার্জিং সাপোর্টের মতো বৈশিষ্ট্য।
নতুন Samsung ফোনটি সর্বশেষ Android 14-এ চলে। কোম্পানি এই স্মার্টফোনের উপর ৬ বছরের জন্য ৬টি ওএস আপগ্রেড এবং সিকিউরিটি আপডেট দেবে বলেও দাবি করছে।
Samsung Galaxy A16 5G মূল্য ভারতে-
Samsung Galaxy A16 5G নীল, কালো, গোল্ড এবং হালকা সবুজ রঙের বিকল্পে আনা হয়েছে। 8GB + 128GB মডেলের জন্য এর দাম 18,999 টাকা এবং 8GB + 256GB মডেলের দাম 21,999 টাকা। এটি অনলাইন এবং অফলাইনে উপলব্ধ। অ্যামাজনের পাশাপাশি ফ্লিপকার্ট থেকেও গ্রাহকরা নয়া এই স্মার্টফোন কিনতে পারবেন। লঞ্চ অফার উপলক্ষ্যে ক্রেতারা SBI এবং Axis ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে পাবেন 1,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।