লেদার ফিনিশ ডিজাইন সহ আগামী সপ্তাহেই ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy F55 5G স্মার্টফোন।
Sansung নিয়ে আসতে চলেছে Galaxy F55 5G , ইতিমধ্যেই সামনে এসেছে লঞ্চের তারিখ। আগামী সপ্তাহে ভারতে এই স্মার্টফোন লঞ্চ করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানি। Samsung-এর এই মিড-বাজেট ফোনটি ই-কমার্স সাইট Flipkart থেকে কিনতে পারবেন ক্রেতারা।
Samsung নয়া এই 5G স্মার্টফোন আগামী ১৭ মে দুপুর ১২ টায় ই-কমার্স ওয়েবসাইট Flipkart এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লঞ্চ হবে। কোম্পানি তার এক্স পোস্টে জানিয়েছে এই ফোনটি 20,999 থেকে 29,999 টাকার মধ্যে লঞ্চ করা হবে।
ফিচার-
Samsung Galaxy F55 5G স্মার্টফোনে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড + ইনফিনিটি-O ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে FHD+ রেজোলিউশন, 85.7% স্ক্রিন-টু-বডি রেশিও, 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট থাকতে পারে।
Samsung Galaxy F55 5G স্মার্টফোনে Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। নতুন এই ফোনে 8জিবি এবং 12জিবি RAM সহ 128 এবং 256জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
টিজার অনুযায়ী Samsung Galaxy F55 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এতে OIS সাপোর্ট সহ 50MP প্রাইমারি এবং 8MP +2MP লেন্স দেওয়া হতে পারে। সেলফি জন্য থাকতে পারে 50MP ফ্রন্ট ক্যামেরা। Samsung Galaxy F55 5G ফোনে 5000mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং দেওয়া হতে পারে।