Advertisment

সাধ্যের দামে স্যামসাংয়ের নতুন ফোন

আগামী ২৫ সেপ্টেম্বর এই দুটি ফোনের শুভারম্ভ। দাম ১৫ হাজার থেকে ১৮ হাজারের মধ্যে হবে বলেই আশা করা হচ্ছে। তবে Galaxy J6+ এর দাম একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

স্যামসাং Galaxy J4+ এবং Galaxy J6+ লঞ্চের দিন ঘোষণা হল ভারতে। আগামী ২৫ সেপ্টেম্বর এই দুটি ফোনের শুভারম্ভ। দাম ১৫ হাজার থেকে ১৮ হাজারের মধ্যে হবে বলেই আশা করা হচ্ছে। তবে Galaxy J6+ এর দাম একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কম করে ২২,০০০ তো বটেই। এই মিড রেঞ্জের স্মার্টফোনে ইনফিনিটি ডিসপ্লে কিন্তু আগের মডেল গুলির মতই রয়েছে। Galaxy J4+ ফোনটিতে ফেস আনলক সংযোজন করা হয়েছে।

Advertisment

স্যামসাং Galaxy J4+ এবং Galaxy J6+ একটি প্রতিফলিত গ্লাস সহ একটি পলিকার্বনেট ব্যাক ডিজাইন রয়েছে। ৩৬০ ডিগ্রী ঘেরাটোপে সাউন্ড ও ডলবি অ্যাটমস রয়েছে ফোনটিতে। এটির HD+ অভিজ্ঞতা Widevine L1 সার্টিফিকেশন মাধ্যমে নিশ্চিত করা হয়। স্যামসাং ইমোটিফি চালু করেছে, যা শুধুমাত্র ভারতের ফোনগুলির জন্যই রাখা হবে। ২২ টি ভারতীয় ভাষায় ব্যবহার করা যাবে দুটি ফোনই।

publive-image স্যামসাং Galaxy J4+ এবং Galaxy J6+ একটি প্রতিফলিত গ্লাস সহ একটি পলিকার্বনেট ব্যাক ডিজাইন রয়েছে।

স্যামসাং Galaxy J4+ এবং Galaxy J6+ ফোনটিতে ৬ ইঞ্চির এইচডি + ১৮ ৫ ৯ অ্যাসপেক্ট রেসিও র এইচডি +একটি ইনফিনিটি ডিসপ্লে রয়েছে। উভয় ডিভাইসে অক্টাকোর স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসর দ্বারা চালিত হবে, Galaxy J4+ ২ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে। এছাড়া ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজেও পাওয়া আবে ফোনটি। উভয় ফোনে ব্যাটারি ৩,৩০০ এমএএইচ।

ক্যামেরার ক্ষেত্রে, Galaxy J4+ f / ১.৯ অ্যাপারচারের সঙ্গে ১৩ মেগাপিক্সেলের রিয়ার লেন্স রয়েছে। Galaxy J4+ এর সামনে শ্যুটার F / ২.২ অ্যাপারচারের সঙ্গে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। স্যামসাং Galaxy J6+ এর একটি ডুয়াল রিয়ার ক্যামেরা কনফিগারেশন রয়েছে, f /১.৯ অ্যাপারচারের ১৩ এমপি প্রাথমিক সেন্সর এবং f / ২.২ অ্যাপারচারের একটি ৫ এমপি সেকেন্ডারি লেন্সের সমন্বয় রয়েছে। এটির সামেনে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

samsung
Advertisment