Advertisment

Samsung Galaxy Note 9 কিনলে পেতে পারেন ২৬,০০০ টাকার ছাড়, জেনে নিন কিভাবে

অনুভুমিক ডুয়াল রিয়ার ক্যামেরা, ৫১২ জিবির ইন্টারনাল স্টোরেজ ও সঙ্গে শক্তিশালী ব্যাটারি ব্যকআপের কল্যাণে নতুন সদস্যকে নিয়ে রীতিমত সরগরম গ্যাজেট ওয়ার্ল্ড। বিশেষজ্ঞদের মতে ফোনটি বিক্রি হওয়ার পিছনে রয়েছে S Pen এর তাৎপর্য।

author-image
IE Bangla Web Desk
New Update
galaxynote9_spen1

শুধু S Pen নয়, স্যামসাং-এর দাবি ফোনটির আউটলুক, ডিসপ্লে ডিজাইন, এবং গুণগত বৈশিষ্ট্যও মন কাড়বে গ্রাহকদের।

ভারতে Samsung Galaxy Note 9 এর দাম ঘোষনা করা হল। শুধু অনলাইন নয়, কিছুদিনের মধ্যে স্যামসাং স্টোরেও চলে আসবে কোম্পানির নতুন ফোনটি। র‌্যামের বৈপরীত্যের জন্য অবশ্যই রয়েছে দামের তফাৎ। ৬৭,৯০০ টাকা থেকে শুরু করে ৮৪,৯০০ টাকার মধ্যে কিনে ফেলতে পারবেন আপনার সাধের ফোনটি।

Advertisment

এবারের এই ফোনের মূল আকর্ষণ S Pen। যার মধ্যে রয়েছে একাধিক ফিচারের তালিকা। অনুভুমিক ডুয়াল রিয়ার ক্যামেরা, ৫১২ জিবির ইন্টারনাল স্টোরেজ ও সঙ্গে শক্তিশালী ব্যাটারি ব্যকআপের নতুন সদস্যকে নিয়ে রীতিমত সরগরম গ্যাজেট ওয়ার্ল্ড। বিশেষজ্ঞদের মতে ফোনটি বিক্রি হওয়ার পিছনে রয়েছে S Pen এর তাৎপর্য।

Samsung Galaxy Note 9 price in India

ভারতে আপাতত ২ টো মডেলে পাওয়া যাবে Samsung Galaxy Note 9।

৬জিবি র‌্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ = ৬৭,৯০০ টাকা

৮ জিবি র‌্যাম + ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ = ৮৪,৯৯০ টাকা

ভারতে বেগুনি, কালো, নীল, ও তামাটে রঙে পাওয়া যাবে Samsung Galaxy Note 9।

Samsung Galaxy Note 9 Pre-booking Offers in India

সম্প্রতি ভারতের ব্যবহারকারীরা শুধুমাত্র অনলাইন আগাম বুক করতে পারবেন। প্রি অর্ডার ক্লিক করার আগে আপনি যে রঙ পছন্দ করেন সেটা বাছতে ভুলবেন না। মনে রাখবেন, Samsung Galaxy Note 9 স্মার্টফোন আগাম বুকিংএর সময় পুরো পরিমাণ অর্থই আপনাকে দিতে হবে।

তবে চিন্তা করবেন না, প্রি বুকিং এর ক্ষেত্রে এই ফোনটির ওপর আগাম অফার দেওয়া হচ্ছে স্যামসাং সংস্থা থেকে, সঙ্গে উপরি পাওনাও। ২২,৯০০ টাকার ঘড়ি পেয়ে যাবেন মাত্র ৪,৯৯৯ টাকায়। এছাড়া HDFC ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে ৬০০০ টাকার ক্যাশব্যক পেয়ে যেবেন আপনি। সঙ্গে থাকবে 'No cost EMI' এর সুবিধা।

publive-image “আমরা স্মার্ট ডিভাইসগুলি থেকে আরও বুদ্ধিমান ও উন্নতমানের অভিজ্ঞতা দিতে তৈরি করেছি Samsung Galaxy Note 9,” এদিনের লঞ্চের অনুষ্ঠানে এমনটাই বললেন স্যামসাং সংস্থার প্রধান কর্মকর্তা ডি.জে কোহ।

এছাড়া রয়েছে এক্সচেঞ্জ অফার। আপনার পুরোনো ফোনের অবস্থা যদি ভালো থাকে তাহলে ২০,০০০ টাকা অবধি ছাড় পেতে পারেন। আর আপনার পুরোনো ফোনটি যদি স্যামসাং এর হয় তাহলে অতিরিক্ত আরও ৬০০০ টাকা ছাড় পাবেন। অর্থাৎ মোট ২৬,০০০ টাকা ছাড় পাওয়া যাবে Samsung Galaxy Note 9 ওপর। তালিকাবদ্ধ ফোনগুলির মধ্যে একটি আপনার হলে এই দুর্দান্ত অফার রয়েছে আপনার জন্য।

আরও পড়ুন : Samsung Galaxy Note 9 এর ইউএসপি ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ, চার্জ থাকবে ৮০ ঘন্টা, রিমোর্ট কন্ট্রোল S Pen

Samsung devices

Samsung Note 8 64 GB

Samsung Galaxy S8 Plus 64GB

Samsung Galaxy S8 64GB

Samsung Galaxy S7 Edge 32 GB

Samsung Galaxy S7 32GB

Samsung Galaxy S6 Edge+ (32GB)

Samsung Galaxy S6 Edge 32GB

Samsung Galaxy S6 32GB

Samsung Galaxy A9 Pro

Samsung Galaxy A8+

Samsung Galaxy A7 (2017)

Samsung Galaxy A7 (2016)

Samsung Galaxy A5 (2017)

Samsung galaxy A5 (2016)

Samsung Galaxy J7 Max

Samsung Galaxy J7 Pro 32GB

Samsung Galaxy On Max

Samsung Galaxy C7 Pro

Samsung Galaxy C9 Pro

অ্যাপেল ডিভাইস ও ওয়ানপ্লাস ডিভাইসের জন্য বাড়তি আরও ৬০০০ টাকার ছাড় পেতে পারেন।

Apple devices:

Apple iPhone X

Apple iPhone 8 Plus

Apple iPhone 8

Apple iPhone 7 Plus

Apple iPhone 7

Apple iPhone 6s Plus

Apple iPhone 6s

Apple iPhone 6 Plus

Apple iPhone 6

OnePlus devices

OnePlus 5T

OnePlus 5

OnePlus 3T

Oneplus 3

oneplus apple samsung
Advertisment