Advertisment

Samsung Galaxy S23 FE: বছরের সেরা ডিল! প্রিমিয়াম এই স্মার্টফোনে হাজার হাজার টাকার ছাড়, কম আলোতেও পান দারুণ ফটোগ্রাফির অভিজ্ঞতা

Samsung Galaxy S23 FE: বছরের সেরা ডিল নিয়ে এসেছে Flipkart। এই ডিলে রয়েছে কম দামে Samsung এর Galaxy S23 FE কেনার এক দারুণ সুযোগ।

author-image
IE Bangla Tech Desk
New Update
Samsung Galaxy S23 FE

বছরের সেরা ডিল! প্রিমিয়াম এই স্মার্টফোনে হাজার হাজার টাকার ছাড়, কম আলোতেও দারুণ ফটোগ্রাফি

Samsung Galaxy S23 FE:  বছরের সেরা ডিল! স্যামসাংয়ের প্রিমিয়াম স্মার্টফোনে বিরাট ছাড়, অবিশ্বাস্য অফারে চমকে যাবেন। 

Advertisment

হাজার হাজার টাকা বাঁচান। বছরের সেরা ডিল নিয়ে এসেছে Flipkart। এই ডিলে রয়েছে কম দামে Samsung এর Galaxy S23 FE কেনার এক দারুণ সুযোগ। শক্তিশালী প্রসেসর সহ এই ফোনে পেয়ে যান ব্যাংক ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ অফার।  

ফোনটিতে 25W চার্জিং সাপোর্ট সহ একটি 4500mAh ব্যাটারি রয়েছে। সেই সঙ্গে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ একটি বড় 6.4 ইঞ্চি ডিসপ্লে ।

Samsung Galaxy S23 FE এখন কিনুন বাম্পার ডিসকাউন্টে। অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart-আপনাকে  দিচ্ছে সেরা ডিসকাউন্ট সহ Samsung-এর এই প্রিমিয়াম স্মার্টফোন কেনার সুযোগ । স্যামসাং-এর মিড-রেঞ্জের ফ্ল্যাগশিপ ফোন ক্রয়ে আপনি সাশ্রয় করতে পারেন হাজার হাজার টাকা।

উৎসব শেষেও চলছে অফারের বন্যা, Ola ই-স্কুটারে পান হাজার হাজার ছাড়

ফ্লিপকার্টে Samsung Galaxy S23 FE এর 256 ভেরিয়েন্টের দাম 84,999 টাকা। ছাড়ের পর আপনি  মাত্র 37,999 টাকায় এই  প্রিমিয়াম স্মার্টফোনটি কিনতে পারবেন।

8 GB RAM এবং 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টটিতে দেওয়া হচ্ছে  23,400 টাকার এক্সচেঞ্জ অফার। Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে আপনি পেয়ে যাবেন 5 শতাংশ ক্যাশব্যাক । একই সঙ্গে  গ্রাহকরা নো-কস্ট-ইএমআই দিয়েও ফোনটি কিনতে পারবেন। 

Samsung Galaxy S23 FE স্পেসিফিকেশন

Samsung Galaxy S23 FE একটি 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.4-ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে। প্রিমিয়াম এই স্মার্টফোনে রয়েছে  একটি 50MP প্রাইমারি সেন্সর, একটি 12MP আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং OIS সহ একটি 8MP 3x অপটিক্যাল জুম লেন্স ৷

পাশাপাশি রয়েছে নাইটোগ্রাফি টেকনোলজি। কম আলোতে দারুণ ফটো ক্লিক করতে পারবেন ইউজাররা। 8GB RAM সহ এই ফোনে রয়েছে Exynos 2200 চিপসেট। ফোনটিতে একটি 4500mAh ব্যাটারি রয়েছে সেই সঙ্গে রয়েছে  25W ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনটি Android 13 ভিত্তিক Samsung One UI 5.1-এ চলে।

5G smartPhone samsung
Advertisment