Advertisment

Samsung Galaxy S23 FE: ২১ হাজারের বিরাট ছাড়, দেরি না করে আজই বুক করুন Samsung-এর এই প্রিমিয়াম স্মার্টফোন

২১ হাজার টাকার বড় ছাড়ের সঙ্গে পান Samsung Galaxy S23 FE মডেলটি। Flipkart Big Saving Days Sale-উপলক্ষ্যে প্রিমিয়াম এই স্মার্টফোনটির উপর সেরা ডিল নিয়ে হাজির হয়েছে ফ্লিপকার্ট।

author-image
IE Bangla Tech Desk
New Update
Samsung Galaxy S23 FE, Samsung Galaxy S23 FE price drop, Samsung Galaxy S23 FE biggest price cut, Samsung Galaxy S23 FE price cut, Samsung Galaxy S23 FE sale, Samsung Galaxy S23 FE 5G, Samsung Galaxy S23 FE sale on flipkart, flipkart big saving days sale"

২১ হাজার টাকার বড় ছাড়ের সঙ্গে পান Samsung Galaxy S23 FE মডেলটি। Flipkart Big Saving Days Sale-উপলক্ষ্যে প্রিমিয়াম এই স্মার্টফোনটির উপর সেরা ডিল নিয়ে হাজির হয়েছে ফ্লিপকার্ট।

Samsung Galaxy S23 FE-তে বিরাট ছাড়, নজরকাড়া অফার নিয়ে হাজির Flipkart

Advertisment

২১ হাজার টাকার বড় ছাড়ের সঙ্গে পান Samsung Galaxy S23 FE মডেলটি। Flipkart Big Saving Days Sale-উপলক্ষ্যে প্রিমিয়াম এই স্মার্টফোনটির উপর সেরা ডিল নিয়ে হাজির হয়েছে ফ্লিপকার্ট।

Samsung Galaxy S23 FE প্রিমিয়াম রেঞ্জের এই স্মার্টফোনটি গত বছর লঞ্চ হয়েছিল 54,999 টাকায় । ই-কমার্স সাইট ফ্লিপকার্টে আজ থেকে শুরু হয়েছে বিগ সেভিং ডে'জ সেল। আর সেল উপলক্ষ্যে প্রিমিয়াম রেঞ্জের এই স্মার্টফোনে রয়েছে ২১ হাজার টাকার ছাড়। আসুন, এই প্রিমিয়াম স্যামসাং ফোনের দাম এবং অফার সম্পর্কে জেনে নেই…

অক্টোবর ২০২৩ সালে লঞ্চ হওয়া এই ফোনটি 8GB RAM + 128GB এবং 8GB RAM + 256GB দুটি স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ। সেলের অধীনে এই ফোনের প্রারম্ভিক মূল্য 34,999 টাকা। একই সময়ে, এর টপ ভেরিয়েন্টটি 39,999 টাকায় কিনতে পারবেন ক্রেতারা। আপনি এই স্যামসাং ফোনটি চারটি রঙের বিকল্পে কিনতে পারেন - ক্রিম, গ্রাফাইট, মিন্ট এবং বেগুনি।

Flipkart- সেলে আপনি এই স্মার্টফোনটির উপর পাবেন 1,000 টাকার ইন্সট্যান্ট ছাড়ের সুযোগ। সুতরাং Samsung Galaxy S23 FE, মডেলটি আপনি অফার উপলক্ষ্যে কিনতে পারেন 33,999 টাকায়।

Samsung Galaxy S23 FE এর ফিচার-

এই Samsung স্মার্টফোনটিতে একটি 6.4 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনের ডিসপ্লে 120Hz হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও ফোনে পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মতো ফিচার দেওয়া হয়েছে। Samsung এর এই প্রিমিয়াম ফোনটি IP68 ওয়াটার এবং ডাস্ট প্রুফ। ফোনটিতে Samsung Exynos 2200 প্রসেসর রয়েছে, যা 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্টেড।

এই Samsung ফোনটিতে একটি 4,500mAh ব্যাটারি রয়েছে, যার সাথে 25W USB Type C ওয়্যার্ড এবং ওয়্যারলেস চার্জিং বৈশিষ্ট্যও পাওয়া যায়। ফোনটি Android 13-এর উপর ভিত্তি করে OneUI 5.0-এ কাজ করে। এই Samsung স্মার্টফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাচ্ছে। ফোনটিতে একটি 50MP প্রাইমারি, 12MP সেকেন্ডারি এবং একটি ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 10MP ক্যামেরা রয়েছে এই স্মার্টফোনে।

mobile samsung
Advertisment