Samsung Galaxy S23 Price Drop: ২০ হাজারের কমে Galaxy S23 5G? ফের বাজারে অফারের সুনামি

Samsung Galaxy S23 Price Drop: Samsung Galaxy S23 5G এর 256GB ভেরিয়েন্টের চাহিদা বাজারে আকাশছোঁয়া। মডেলটি লঞ্চের পর থেকে ক্রেতাদের অন্যতম পছন্দের মডেল এটি ।

Samsung Galaxy S23 Price Drop: Samsung Galaxy S23 5G এর 256GB ভেরিয়েন্টের চাহিদা বাজারে আকাশছোঁয়া। মডেলটি লঞ্চের পর থেকে ক্রেতাদের অন্যতম পছন্দের মডেল এটি ।

author-image
IE Bangla Tech Desk
New Update
Galaxy S23 5G price drop Flagship smarphone under 15k know the detais offer

২০ হাজারের কমে Galaxy S23 5G? ফের বাজারে অফারের সুনামি Photograph: (ফাইল ছবি)

Samsung Galaxy S23 Price Drop:  Samsung Galaxy S23 5G এর 256GB ভেরিয়েন্টের চাহিদা বাজারে আকাশছোঁয়া।

Advertisment

মডেলটি লঞ্চের পর থেকে ক্রেতাদের অন্যতম পছন্দের মডেল এটি । আপনিও যদি  দারুণ ফিচার সহ একটি কমপ্যাক্ট স্মার্টফোন কিনতে চান তাহলে  Samsung Galaxy S23 মডেলটি একেবারে পারফেক্ট।

এখন আপনি ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট থেকে আগের তুলনায় অনেকটা কম দামে Samsung Galaxy S23 5G 256GB মডেলটি কিনতে পারবেন।

Samsung Galaxy S23 5G 256GB বর্তমানে আপনি পাবেন যার দাম 95,999 টাকাতে। সেই সঙ্গে স্মার্টফোনটির উপর দেওয়া হচ্ছে  ৫৬% পর্যন্ত ছাড়। 

Advertisment

৫৬% ছাড়ের পরে আপনি মাত্র 41,999 টাকায় আপনি Samsung Galaxy S23 ২৫৬GB মডেলটি কিনতে পারবেন। এর সাথে আপনি পাবেন ব্যাংক অফারের সুবিধাও। যার পরে আপনি এই দুর্দান্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি আরও কমে কিনতে পারবেন।

অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটায় ক্রেতারা পাবেন ৫% ক্যাশব্যাক। এর পাশাপাশি, আপনি IDFC FIRST Signature Debit Card-এ ৫% পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।

আপনি যদি Flipkart এর এক্সচেঞ্জ অফারের সুবিধা নেন, তাহলে আপনি 20,000 টাকারও কম দামে Samsung Galaxy S23 256GB কিনতে পারবেন। আসলে, Flipkart এই স্মার্টফোনে গ্রাহকদের 37,000 টাকারও বেশি এক্সচেঞ্জ অফার দিচ্ছে।

যদি আপনি এর এক্সচেঞ্জ অফারের সম্পূর্ণ মূল্য পান, তাহলে ফ্ল্যাট ডিসকাউন্টের পরে, আপনি এই স্মার্টফোনটি মাত্র 15,000 টাকায় পেতে পারেন।

Samsung Galaxy S23 এর স্পেসিফিকেশন

২০২৩ সালে লঞ্চ হওয়া এই স্মার্টফোনটিতে রয়েছে একটি  অ্যালুমিনিয়াম ফ্রেম। পাশাপাশি এই মডেলে থাকছে  IP68 রেটিং। Samsung-এর ফ্ল্যাগশিপ মডেলে রয়েছে একটি 6.1-ইঞ্চি ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 120Hz।

এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ তে রান করে। পারফরম্যান্সের জন্য, এই স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর দেওয়া হয়েছে। রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ। ফটোগ্রাফির জন্য, এতে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে যাতে ৫০ + ১০ + ১২ মেগাপিক্সেল সেন্সর পাবেন।

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাশাপাশি 25W ফাস্ট চার্জিং সহ 3900mAh এর একটি বড় ব্যাটারি রয়েছে। 

বিরাট দুর্যোগের সম্ভাবনা! পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিরাট আকারের গ্রহাণু, ২০৩২-এই নেমে আসবে কী ধ্বংসলীলা?

flagship smartphones samsung