Samsung Galaxy S24 Ultra 5G : Samsung Galaxy S24 Ultra 5G-তে সবচেয়ে বড় ছাড়! সস্তায় প্রিমিয়ান স্মার্টফোন কেনার এ এক বিরাট সুযোগ

Samsung Galaxy S24 Ultra 5G : আপনি কি স্যামসাংয়ের একটি প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা চিন্তা ভাবনা করছেন? তাহলে অ্যামাজন আপনার জন্য নিয়ে এসেছে সেরা ডিল। আপনি এখন ১ লক্ষ টাকারও কম দামে কিনতে পারেন Samsung এর Galaxy S24 Ultra 5।

Samsung Galaxy S24 Ultra 5G : আপনি কি স্যামসাংয়ের একটি প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা চিন্তা ভাবনা করছেন? তাহলে অ্যামাজন আপনার জন্য নিয়ে এসেছে সেরা ডিল। আপনি এখন ১ লক্ষ টাকারও কম দামে কিনতে পারেন Samsung এর Galaxy S24 Ultra 5।

author-image
IE Bangla Tech Desk
New Update
Samsung Galaxy S24 Ultra 5G Price Drop

আপনি কি আপনার জন্য দুর্দান্ত ফিচার্সের সেরা ব্র্যাণ্ডের একটি স্লিম প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চাইছেন? এপ্রিলেই হবে স্বপ্ন পূরণ।

Samsung Galaxy S24 Ultra 5G Price Drop: আপনি কি আপনার জন্য দুর্দান্ত ফিচার্সের সেরা ব্র্যাণ্ডের একটি স্লিম প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চাইছেন? এপ্রিলেই হবে স্বপ্ন পূরণ। 

Advertisment

আপনি কি স্যামসাংয়ের একটি প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা চিন্তা ভাবনা করছেন? তাহলে অ্যামাজন আপনার জন্য নিয়ে এসেছে সেরা ডিল। আপনি এখন ১ লক্ষ টাকারও কম দামে কিনতে পারেন Samsung এর Galaxy S24 Ultra 5। পাশাপাশি পেয়ে যেতে পারেন এক্সচেঞ্জ অফারও। 

আপনি যদি ১ লক্ষ টাকার মধ্যে একটি প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সন্ধান করে থাকেন, তাহলে Amazon আপনার জন্য সেরা ডিল নিয়ে হাজির হয়েছে।যেখানে Samsung এর Galaxy S24 Ultra 5G এখনই সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে। 

আপনি ফ্ল্যাগশিপ ডিভাইসটিতে পেতে পারেন ৩০ হাজারের বিরাট ছাড়। সাধারণত এই ডিভাইসের দাম প্রায় ১,২৯,৯০০ টাকা, কিন্তু এখন এই ফোনটি খুব সস্তায় কিনতে পারবেন আপনি। এই শক্তিশালী স্মার্টফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ সিরিজের প্রসেসর, ডুয়াল টেলিফটো লেন্স সহ কোয়াড ক্যামেরা সেটআপ, ১২০Hz রিফ্রেশ রেট সহ বড় AMOLED স্ক্রিন এবং AI ফিচার্স। যদি আপনি আপনার পুরানো ডিভাইসটি বদলে আপনি নিজের জন্য একটি প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চান তাহলে  আপনার এই অফারটি মিস করা উচিত নয়। 

Advertisment

Samsung Galaxy S24 Ultra 5G-তে ছাড়ের অফার

Samsung এর Galaxy S24 Ultra 5G বর্তমানে Amazon-এ মাত্র ৯১,০০০ টাকায় পাওয়া যাচ্ছে, Samsung এর অফিসিয়াল ওয়েবসাইটে এই মডেলটি  ১,১৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ ফোনটিতে সরাসরি ২৮,৯৯৯ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে এই প্ল্যাটফর্মে । শুধু তাই নয়, গ্রাহকরা Amazon Pay ক্রেডিট কার্ড ব্যবহার করে ২,৭৩০ টাকা ছাড় পেতে পারেন। গ্রাহকরা EMI অপশনেও এই প্রিমিয়াম স্মার্টফোন কেনার সুযোগ পেতে পারেন। এর জন্য আপনাকে প্রতি মাসে ৪,০৯৭ টাকা দিতে হবে ।

শুধু তাই নয়, যদি আপনি আপনার পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে পেয়ে যেতে পারেন ২২,৮০০ টাকা পর্যন্ত ছাড়। এছাড়াও, আপনি ফোনের সাথে অ্যাড-অন হিসেবে Samsung Care+ অ্যাক্সিডেন্টাল এবং লিকুইড ড্যামেজ প্রোটেকশন এবং টোটাল প্রোটেকশন প্ল্যানও পেতে পারেন।

Samsung Galaxy S24 Ultra 5G এর স্পেসিফিকেশন
স্পেসিফিকেশনের কথা বলতে গেলে, ফোনটিতে ৬.৮ ইঞ্চির QHD+ AMOLED ডিসপ্লে রয়েছে যা ১২০Hz রিফ্রেশ রেট এবং ২,৬০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা সাপোর্ট করে। ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ চিপসেট। যা পেয়ার করা রয়েছে ১২ জিবি এলপিডিডিআর৫এক্স RAM-এর সঙ্গে।  ডিভাইসটিতে একটি শক্তিশালী ৫,০০০mAh ব্যাটারি রয়েছে। ক্যামেরার দিক থেকেও ফোনটি দুর্দান্ত, ২০০ এমপি প্রাইমারি সেন্সর, ৫x অপটিক্যাল জুম সহ ৫০ এমপি টেলিফটো লেন্স, ৩x অপটিক্যাল জুম সহ ১০ এমপি টেলিফটো সেন্সর এবং ১২ এমপি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফির জন্য, ডিভাইসটিতে একটি রয়েছে  ১২ এমপি ক্যামেরা রয়েছে। সার্কেল টু সার্চ এবং নোট অ্যাসিস্টের মতো এআই ফিচার্স এই ফোনটিকে আরও বিশেষ করে তুলেছে।

samsung