Samsung Galaxy S25 Edge Launch Date: সবচেয়ে পাতলা, ২০০এমপি ক্যামেরা সহ কবে লঞ্চ Galaxy S25 Edge? সামনে এল দিনক্ষণ

Samsung Galaxy S25 Edge Launch Date: স্যামসাংয়ের সবচেয়ে পাতলা স্মার্টফোন Galaxy S25 Edge লঞ্চ হতে চলেছে শীঘ্রই। সম্প্রতি এক প্রতিবেদন অনুসারে, কোম্পানি আগামী এপ্রিল মাসে লঞ্চ করতে পারে Galaxy S25 Edge।

author-image
IE Bangla Tech Desk
New Update
Samsung Galaxy S25 Edge Launch Date:

সবচেয়ে পাতলা, ২০০এমপি ক্যামেরা সহ কবে লঞ্চ Galaxy S25 Edge? সামনে এল দিনক্ষণ

Samsung Galaxy S25 Edge Launch Date: শীঘ্রই বাজারে আসছে স্যামসাংয়ের সবচেয়ে পাতলা স্মার্টফোন। কবে লঞ্চ Galaxy S25 Edge? সামনে এল দিনক্ষণ।  

Advertisment

স্যামসাংয়ের সবচেয়ে পাতলা স্মার্টফোন Galaxy S25 Edge লঞ্চ হতে চলেছে শীঘ্রই। সম্প্রতি এক প্রতিবেদন অনুসারে, কোম্পানি আগামী এপ্রিল মাসে লঞ্চ করতে পারে Galaxy S25 Edge। এই নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল এবং জানুয়ারিতে গ্যালাক্সি এস২৫ সিরিজের লঞ্চের সময় কোম্পানি এই ফোনের একটি আভাস দিয়েছিল। 

১৬ এপ্রিল লঞ্চ হতে পান

রিপোর্ট অনুসারে দাবি করা হচ্ছে আগামী ১৬ এপ্রিল একটি ইভেন্টের আয়োজন করা হবে, যেখানে এই ফোনটি লঞ্চ করা হবে, তবে গ্রাহকদের এটি কিনতে কিছুটা অপেক্ষা করতে হতে পারে এবং এর বিক্রয় মে মাস থেকে শুরু হবে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এটি কালো, হালকা নীল এবং রূপালী রঙের বিকল্পে লঞ্চ করা হতে পারে।

Advertisment

Galaxy S25 Edge এর ফিচার্স

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Galaxy S25 Edge মডেলে থাকতে পারে  অতি-পাতলা বেজেল সহ ৬.৭ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে, কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ২০০ এমপি প্রাইমারি ক্যামেরা এবং ৫০ এমপি টেলিফটো লেন্স এবং ১২ জিবি RAM। এই মডেলে থাকতে পারে ৩,৯০০mAh ব্যাটারি। এখন পর্যন্ত এর দাম সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে রিপোর্ট অনুসারে এই স্মার্টফোনের দাম ৬০,০০০ টাকা থেকে শুরু হতে পারে। 

samsung