Samsung Galaxy S25: চলতি সপ্তাহেই ভারত সহ বিশ্ব বাজারে Samsung Galaxy S25 সিরিজ লঞ্চ হতে চলেছে। দক্ষিণ কোরিয়ান কোম্পানির এই সিরিজের সবকটি মডেলের দাম লঞ্চের আগেই সামনে এসছে। স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজে, মোট তিনটি মডেল লঞ্চ হবে - স্যামসাং গ্যালাক্সি এস২৫, স্যামসাং এস২৫+, স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা। এর পাশাপাশি, Samsung Galaxy S25 Slim লঞ্চের খবরও সামন। তবে, এই মডেলটি আপাতত শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার বাজারে লঞ্চ হতে পারে।
২২ জানুয়ারি গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে Samsung Galaxy S25 সিরিজ লঞ্চ করা হবে।
Samsung Galaxy S25+ 12GB RAM + 256GB ভেরিয়েন্টের প্রারম্ভিক মূল্য 1,04,999 টাকা হতে পারে বলেই জানা গিয়ছে। 12GB RAM + 512 GB স্টোরেজ সহ হাই-এন্ড ভেরিয়েন্টটির দাম 1,14,999 টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারতে বর্তমানে Samsung Galaxy S25 সিরিজের প্রি-বুকিং শুরু হয়েছে। এই সিরিজের প্রি-বুকিং করলে ৫,০০০ টাকা পর্যন্ত সুবিধা পাবেন ক্রেতারা। এই সিরিজের সকল মডেলেই থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর এবং গ্যালাক্সি এআই ফিচার। গত বছরের তুলনায়, স্যামসাং তার ফ্ল্যাগশিপ সিরিজে বড় ধরনের আপগ্রেড করতে পারে। ফোনের ক্যামেরা এবং ব্যাটারিতেও আপগ্রেড দেখা যাবে।
স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের লাইভ স্ট্রিমিং
স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টটি ২২ জানুয়ারি রাত ১১:৩০ টায় শুরু হবে। আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এই ইভেন্টটি সরাসরি দেখতে পারবেন।
Samsung Galaxy S25 Ultra এর ফিচার
স্মার্টফোনটিতে আপনি ৬.৯ ইঞ্চির ডিসপ্লে পেতে পারেন। Samsung Galaxy S25 মডেলে থাকতে পারে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরাটি ১০০ মেগাপিক্সেল, থার্ড ক্যামেরায় থাকতে পারে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স । ফোনটিতে আপনি ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পেতে পারেন।