S10 সিরিজের তিনটি ফোন বাজারে ছাড়ার পাশাপাশি স্যামসাং এবার নিয়ে আসছে স্মার্ট ওয়াচ। তাও আবার গ্যালাক্সি অবতারে - Galaxy Fit, Galaxy Fit e। এছাড়াও আসছে ওয়ারলেস হেডফোন, অর্থাৎ 'এয়ারবাডস'।
Samsung Galaxy Watch Active
আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে, সারা দিন জুড়ে তার পরিমাপ করবে দ্য গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভেট। ১.১-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লের সঙ্গে থাকছে ৩৬০ x ৩৬০ রেজোলিউশন। রয়েছে IP68 ওয়াটারপ্রুফ ব্যবস্থা, ফলে জলের ৫০ মিটার নিচেও দিব্য থাকবে ঘড়িটি।
অপারেটিং সিস্টেম - স্যামসাংয়ের নিজস্ব টাইজেন
চিপসেট - Exynos 9110
র্যাম ও স্টোরেজ - ১৬৮ এমবি র্যাম ও ৪ জিবি স্টোরেজ
অবশ্যই রয়েছে ব্লুটুথ, ওয়াইফাইয়ের মত ফিচার। তবে এটি LTE ভার্সন নয়।
রক্তচাপ, হাঁটা দৌড়ানোর হিসাব নিকাশ দেবে ফিটনেস ট্র্যাকিং Samsung Galaxy Watch Active।
Samsung Galaxy Fit and Fit e
নতুন গ্যালাক্সি ফিট এবং ফিট ই, এই দুই ফিটনেস ট্র্যাকার সহজেই আপনার শারীরিক ক্রিয়াকলাপ শনাক্ত এবং ট্র্যাক করতে পারবে - অথবা ম্যানুয়াল ট্র্যাকিংয়ের জন্য ৯০ টি বিভিন্ন ক্রিয়াকলাপ বেছে নিতে সক্ষম। গ্যালাক্সি ফিটে একটি অপটিক্যাল হার্ট রেট স্ক্যানার রয়েছে যা ডিসপ্লেতে দেখাবে। গ্যালাক্সি ফিট ই, যা সামান্য কম ফিচার সম্বলিত, ছোট এবং অপেক্ষাকৃত সাধারণ মানের রেজোলিউশনে উপলব্ধ হবে, এবং এতে কোনও গাইরোস্কোপ নেই। তবে উভয়েই জলের তলাতেও সুরক্ষিত।
Samsung Galaxy Buds
স্যামসাং একটি ওয়্যারলেস ইয়ারবাড লঞ্চের কথা ঘোষণা করেছে, যা গ্যালাক্সি বাডস্ নামে পরিচিত হবে। এটি AKG দ্বারা চালিত এবং এতে থাকবে Bluetooth 5.0। ইনবিল্ট রয়েছে Bixby। থাকছে ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা। ভারতে দাম কত হবে তা অবশ্য এখনও জানা যায় নি।
Read the full story in English