Advertisment

OnePlus 12 series: ঝড় তুলেছিল Galaxy S24 সিরিজ, এবার সুনামির অপেক্ষা, OnePlus 12 ঘিরে তুঙ্গে উন্মাদনা

২৫ মিনিটেই হবে ১০০ শতাংশ চার্জিং।

author-image
IE Bangla Tech Desk
New Update
"oneplus 12,oneplus 12 price,oneplus 12 india,oneplus 12 5g,oneplus 12 india price,oneplus 12 price in india,oneplus 11,oneplus 12 launch,oneplus 12 pro,oneplus 12 pro price,oneplus 12 phone

এবার OnePlus 12 সিরিজ 23 জানুয়ারি লঞ্চ হতে চলেছে। যার দাম সম্প্রতি ফাঁস হয়েছে। এছাড়াও, ওয়ানপ্লাসের এই আসন্ন সিরিজের কিছু ফিচার ইতিমধ্যেই সামনে এসেছে।

বাজারে ঝড় তুলেছে Samsung Galaxy S24 সিরিজ। এবার সুনামির পালা, OnePlus লঞ্চ করতে 12 সিরিজ। OnePlus 12 সিরিজ আগামী 23 জানুয়ারি লঞ্চ হতে চলেছে। এই ফোনটি ৩টি কনফিগারেশনে লঞ্চ করা হতে পারে। যেখানে OnePlus 12 সিরিজের প্রারম্ভিক মূল্য হতে পারে 69,999 টাকা। এই ফোনে 5000mAh এর শক্তিশালী ব্যাটারি থাকবে।

Advertisment

Samsung 17 জানুয়ারি একটি ইভেন্টে Samsung Galaxy S24 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজে Samsung তিনটি নতুন স্মার্টফোন Galaxy S24, Galaxy S24 Ultra এবং Galaxy S24 Ultra+ ফোন লঞ্চ করেছে। এই Samsung সিরিজের প্রারম্ভিক মূল্য 66,446 টাকা।
এবার OnePlus 12 সিরিজ 23 জানুয়ারি লঞ্চ হতে চলেছে। যার দাম সম্প্রতি ফাঁস হয়েছে। এছাড়াও, ওয়ানপ্লাসের এই আসন্ন সিরিজের কিছু ফিচার ইতিমধ্যেই সামনে এসেছে।

OnePlus 12 সিরিজের দাম
টিপস্টার ইশান আগরওয়ালের মতে, Oneplus 12 সিরিজের 12GB RAM এবং 256GB ভেরিয়েন্ট-র দাম হতে পারে 69,999 টাকা। অন্য টিপস্টার যোগেশ ব্রারের মতে, Oneplus 12 সিরিজের দাম 58,000 থেকে 60,000 টাকার মধ্যে হতে পারে।

OnePlus 12 সিরিজের স্পেসিফিকেশন

OnePlus ডিসেম্বর মাসে চিনে OnePlus 12 সিরিজ লঞ্চ করেছিল, যেখানে OnePlus 12 ফোনে একটি 6.82-ইঞ্চি ফ্লুইড AMOLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz এবং HDR10+ সাপোর্টেড। OnePlus 12 সিরিজের স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এতে Snapdragon 8 Gen 2 প্রসেসর এবং Addeno 730GPU থাকবে। এছাড়াও, ফোনটি তিনটি কনফিগারেশন 12GB, 16GB এবং 24GB LPDDR5X RAM এবং 256GB এবং 512GB UFS 3.1 স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে।

OnePlus 12 সিরিজের ক্যামেরা

OnePlus-এর এই সিরিজে 50MP প্রাইমারি ক্যামেরা, 48MP আল্ট্রাওয়াইড সেন্সর এবং 2X অপটিক্যাল জুম সহ 64MP টেলিফোটো সেন্সর সুবিধা থাকবে। এছাড়াও, ভিডিও কল এবং সেলফির জন্য ফোনে একটি 32MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হবে। ব্যাটারি ব্যাকআপের কথা বললে, এই ফোনে 100W সুপারভোক চার্জিং সহ 5000mAh ব্যাটারি থাকবে। এই ফোনটি 100 শতাংশ চার্জ হতে 25 মিনিট সময় লাগবে।

oneplus
Advertisment