/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/samsang-f.jpg)
স্যামসং অস্কার ঘোষণার সময় গ্যালাক্সি জেড ফ্লিপের বাণিজ্যিক প্রচার করে। এটি ফ্লিপ-ফোল্ডেবল স্মার্টফোন। যা সান্সফ্রান্স আজ সান্সফ্রান্সিসকোর আনপ্যাক্ড ইভেন্টে প্রকাশ্যে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
ফোনের নামটি প্রকাশ না করেই আনপ্যাকড ২০২০ এর জন্য একটি বিজ্ঞাপনে নতুন ভাঁজ করা স্মার্টফোনটি দেখানো হয়েছে।
ইতিমধ্যে মটোরোলা রেজর মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা করা শুরু করেছে। স্যামসাং এর নতুন ফোনটি হাতের চেটোর সাইজের। মনে করা হচ্ছে এই ফোনের নাম হতে পারে গ্যালাক্সি জেড ফ্লিপ।
Samsung just showed off its new Fold during an Oscars commercial. That’s one way to announce something. pic.twitter.com/rtSJ3jvkif
— Mark Gurman (@markgurman) February 10, 2020
অস্কার চলাকালীন সংক্ষিপ্ত বাণিজ্যিক প্রচার চালায় স্যামসাং। যেখানে দেখা যাচ্ছে একটি বড় ফোল্ডেবল স্ক্রিন রয়েছে। ভাঁজ করা অংশের উপরে একটি ছোট ডিসপ্লে রয়েছে। যেখানে ইনকামিং কল সম্পর্কিত তথ্য দেখা যাবে।
স্যামসাং সম্পূর্ণ নতুন ধরনের ইউজারকে টার্গেট করে এই ফোনটি তৈরি করছে। দাম কত হতে পারে? জানা যাচ্ছে, ভারতে বাজারে ফোনটির দাম হতে পারে ৯৯,৮৬৯ টাকা।
Read the full story in English