গত বৃহস্পতিবার ফরচুন ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১২ সালের পেটেন্ট নকলের দায়ে কোর্ট প্রাথমিক রায় হিসাবে স্যামসাংকে ১ বিলিয়ান ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিলেও পরবর্তী শুনানিতে জরিমানার অঙ্ক অনেকখানি কমিয়ে ফেলা হয়। ২০১৫ সালে স্যামসংয়ের আইনজীবিরা ক্ষতিপূরণের অঙ্কটি ১ বিলিয়ন ডলার থেকে কমিয়ে ৪০০ মিলিয়ন ডলার করবার দাবিতে ফের মামলা করে। এরপর আমেরিকার উত্তর ক্যালিফোর্নিয়ার একটি কোর্টে আইফোনের ডিজাইন নকল করে অ্যান্ড্রয়েড ফোন তৈরি করবার জন্য স্যামসাংয়ের বিরুদ্ধে শুনানি চলে।
আমেরিকার আইন অনুযায়ী, বিনা অনুমতিতে পেটেন্ট করা ডিজাইন নকল করলে সেই প্রডাক্ট থেকে রোজগার করা সম্পূর্ণ অর্থ তুলে দিতে হবে পেটেন্টধারী কোম্পানির হাতে।
এই রায়ের প্রতিক্রিয়া হিসাবে অ্যাপেল একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে, “আইফোনের ডিজাইন নকল করবার জন্য স্যামসাংয়ের বিরুদ্ধে এই রায়ের জন্য আমরা আদালতকে ধন্যবাদ জানাচ্ছি।”
স্বভাবতই স্যামসাং জানিয়েছে এই রায়ে তাদের প্রত্যাশা পূর্ণ হয়নি। তারা জানিয়েছে এই রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে পাল্টা মামলা করবার সিদ্ধান্ত নিয়েছে।