Advertisment

আগামীদিনে পপ্ আপ ক্যামেরার ফোন আনতে চলেছে স্যামসাং

Galaxy A90 ফোনের যাবতীয় যে তথ্য ফাঁস হয়েছে তা সাড়া ফেলেছে গ্যাজেট দুনিয়ায়। জানা গিয়েছে, ফ্রন্ট ক্যামেরায় থাকবে পপ্ আপ ক্যামেরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দিনক্ষণ ঠিক হল গ্যালাক্সি ইভেন্টের। চলতি বছরের ১০ এপ্রিল। জানা যাচ্ছে, একাধিক ফোন লঞ্চ হতে পারে এই ইভেন্টে। সংস্থা তাদের টুইটার হ্যান্ডেলেই জানায় গ্যালাক্সি ইভেন্টের দিন। ইতিমধ্যে, প্রকাশ্যে এসেছে Galaxy A90 ফোনের সম্ভাব্য স্পসিফিকেশেন। খবর, একটি নয়, ফের 'এ' সিরিজের তিনটি ফোন আনতে চলেছে সংস্থা। সম্ভাব্য, Galaxy A90, A40 এবং A20e।

Advertisment

টুইটারে যে আভাস পাওয়া গেছে, তাতে স্পষ্ট, অনলাইনেই লঞ্চ হবে এই ফোন। যথাসময়ে ইউজাররা স্যামসাংয়ের ওয়েবসাইট থেকে সহজেই দেখতে পারবেন ফোন সম্পর্কিত যাবতীয় তথ্য।

স্যামসাংয়ের ব্রিটেন ওয়েবসাইট সম্পূর্ণ আলাদা পেজ তৈরি করে Galaxy A90, A40 এবং A20e এই তিন ফোনের লঞ্চকে পাকাপক্ত করেছে। Galaxy A90 ফোনের যাবতীয় যে তথ্য ফাঁস হয়েছে তা সারা ফেলেছে গ্যাজেট দুনিয়ায়। ফ্রন্ট ক্যামেরায় থাকবে পপ্ আপ ক্যামেরা।

৬/৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পাওয়া যাবে Galaxy A90। দাম সহ ফাঁস হয়েছে Galaxy A40র ফিচার। যা থেকে জানা যায়, ৬.৪ ইঞ্চির full HD+ Infinity-U Super AMOLED ডিসপ্লের সঙ্গে থাকবে ২৩৪০x ১০৮০ পিক্সেলের রেজোলিউশন। এই ডিভাইসটি চলবে Exynos7904 প্রসেসরে, সঙ্গে থাকবে 'Mali-G71 MP2 GPU'।

জানা যায়নি Galaxy A20e সম্পর্কিত কোনো তথ্য। তবে এটুকু বোঝা যাচ্ছে, পকেট ফ্রেন্ডলি দামে পাওয়া যাবে আসন্ন Galaxy A20e।

এদিকে স্মার্টফোনের চলতি ট্রেন্ড মানে, কম আলোতেও নিখুত ছবি, স্লো-মো, বোকে মোড, লাইভ আর সঙ্গে পাবজি। নতুন প্রজন্মের এই চাহিদাকে মাথায় রেখে ২৮ ফেব্রুয়ারি কলকাতায় লঞ্চ হয়েছে স্যামসাংয়ের তিনটি নতুন ফোন - A50, A30, A10। ইনফনিটি U sAMOLED ডিসপ্লে, আলট্রা ওয়াইড ভিডিও, সঙ্গে স্লো-মো, অনস্ক্রিন ফিঙ্গার প্রিন্ট, ৪০০০ এমএইচ ব্যাটারি হলো A সিরিজের ইউএসপি।

Read the full story in English

smartphone samsung
Advertisment