আরও পড়ুন: দূরকে নিকট করতে ক্যামেরায় টেন-এক্স জুম এনে অন্য পথে হাঁটল অপো
৬৪ মেগাপিক্সেলের সঙ্গে পাওয়া যাবে উন্নতমানের অত্যাধুনিক প্রযুক্তি। যা দিয়ে উন্নত মানের ছবি ও ভিডিও তোলা যাবে। এখনও অবধি বাজারে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সহ স্মার্টফোন রয়েছে। কোয়ালকমের মতে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ৪৮ মেগাপিক্সেলের থেকে ৩৩ শতাংশ উন্নত মানের ছবি তোলা যাবে।
[bc_video video_id=”6033270050001″ account_id=”5798671093001″ player_id=”9OqYPqnGd” embed=”in-page” padding_top=”56%” autoplay=”” min_width=”0px” max_width=”640px” width=”100%” height=”100%”]
আরও পড়ুন: ওয়ানপ্লাস সেভেনের দাম কত হতে পারে জানেন ?
বর্তমানে ৪৮ মেগাপিক্সেলর ক্যামেরা দিয়ে মন কেড়েছে Redmi Note 7 Pro, তাও আবার ১৪,০০০ টাকায়। এছাড়া অপো, স্যামসাং ও অনারের ফোনেও রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা।