২০১৯ সালের মধ্যেই টেক দুনিয়ায় আসতে চলেছে নতুন সদস্য ফোল্ডেবল স্ক্রিনের স্মার্টফোন। তবে স্যামসাং এর সঙ্গে এই দৌড়ে সামিল হয়েছে হুয়াওয়ে, এলজি, মোটোরোলাও। সেলেব আইফোনও মাথা গলিয়েছে এই ফিচারে। সম্প্রতি জানা গিয়েছে, এই ফোনের দাম ছাড়াবে ১,৭৬,৬৮৭ টাকা যা এই মুহুর্তে অ্যাপেলের দামকেও পিছনে ফেলে দিয়েছে। উল্লেখ্য, iPhone XS Max এর দাম ১,০২,৩৭৯ টাকা।
স্যামসাংয়ের পঞ্চম বার্ষিক অনুষ্ঠানে তাদের আসন্ন ভাঁজ করা ডিসপ্লে ফোনের কথা ঘোষণা করা হয়। বেশ কিছু বছর ধরেই এই ডিসপ্লে তৈরির কাজ চলছে। ট্যাব নিয়ে চলা ফেরা করা মুশকিল। সহজে পকেটে ঢুকতে চায় না এই ডিভাইস। তাই সেই মুশকিল আসান করেছে স্মার্টফোন নির্মাতারা। এই নতুন যুগান্তকারী ডিসপ্লের ট্যাবকে ভাঁজ করে পকেটে নিয়ে ফেলতে পারবেন আপনি। তবে এখনও মনে নিশ্চই অনেক প্রশ্ন- এটি ট্যাব না কি ফোন? ফোনটি কি ট্যাবের মতোই ভারী ও বড় আদলের হবে? দাম নিশ্চয়ই আকাশছোঁয়া হবে,অ্যাপ কিভাবে কাজ করবে ফোনটিতে? কতটা কাজের হবে ফোনটি?
স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনটি মূলত একটি ট্যাবলেট যা ছোট স্মার্টফোনে পরিণত হতে পারে। স্যামসাং এই ডিভাইসটিতে ফোন কলের সুবিধা রাখবে। ট্যাবলেটটিকে ভাঁজ করলে একটি ছোট ৪.৬-ইঞ্চির ডিসপ্লে, বেজেল-সহ একটি স্মার্টফোনে পরিণত হবে। ট্যাবের অ্যাসপেক্ট রেশিও হবে ২১:৯, ও স্ক্রিনের মাপ ৭.৩ ইঞ্চি। তবে ভাঁজ করলে তার মাপ হবে ৪.৬ ইঞ্চি।
স্যামসাং জানিয়েছে, ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে একটি নতুন মোবাইল প্ল্যাটফর্ম নিয়ে হাজির হবে। তবে কেমন ভাবে অ্যাপ এই ফোনে কাজ করবে, সে বিষয়ে স্যামসাং কিন্তু এখনও কিছু জানায়নি বা ডেমো দেয়নি। কিন্তু, দাম যে খুব একটা কম হবে না তা নিশ্চিত।
“ফোল্ড ডিসপ্লে একটি নতুন ধরনের মোবাইল অভিজ্ঞতার ভিত্তি স্থাপন করবে,” এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন স্যামসাং ইলেকট্রনিক্সের আইটি ও মোবাইল কমিউনিকেশন বিভাগের সভাপতি ও প্রধান।
২০১৯ সালের মধ্যে গ্যাজেট দুনিয়ায় চলে আসবে এই নতুন সদস্য। দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র 'দ্য বেল'-এ প্রকাশিত একটি খবর অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০১৯ সালে ফেব্রুয়ারি মাস নাগাদ ফোল্ডেবেল স্ক্রিন-সহ গ্যালাক্সি টেন নিয়ে আসছে স্যামসাং।
Read the full story in English