Advertisment

SBI Balance Check WhatsApp Banking: এক ক্লিকেই ব্যালেন্স চেক থেকে পান অ্যাকাউন্ট ডিটেলস! গ্রাহক স্বার্থে বিশেষ পরিষেবা SBI-র

SBI Balance Check WhatsApp Banking: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) দেশের বৃহত্তম ব্যাঙ্ক। এই ব্যাংকে কোটি কোটি মানুষের অ্যাকাউন্ট রয়েছে। অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে চাইলেও সঙ্গে সঙ্গে তা জানা যায় না। কিন্তু এখন আপনাকে আর ব্যালেন্স নিয়ে চিন্তা করতে হবে না। আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে SBI ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
SBI Balance Check WhatsApp Number

হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে তা এখন থেকে সহজেই জানতে পারবেন উপভোক্তারা।

SBI Balance Check WhatsApp Banking: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) দেশের বৃহত্তম ব্যাঙ্ক। এই ব্যাংকে কোটি কোটি মানুষের অ্যাকাউন্ট রয়েছে। অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে চাইলেও সঙ্গে সঙ্গে তা জানা যায় না। কিন্তু এখন আপনাকে আর ব্যালেন্স নিয়ে  চিন্তা করতে হবে না। আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে SBI ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে তা এখন থেকে সহজেই জানতে পারবেন উপভোক্তারা। তার একটি নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে ব্যালেন্স চেক সহ একাধিক পরিষেবা পেতে পারেন এসবিআই অ্যাকাউন্ট হোল্ডাররা৷
 
অ্যাকাউন্ট হোল্ডারদের সুবিধার্থে এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং পরিষেবা প্রদান করে। এর মাধ্যমে আপনি ব্যালেন্স চেক করা সহ অনেক সুবিধা পেতে পারেন। এসবিআই-এর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নম্বরে বার্তা পাঠানোর পরে আপনি এই সুবিধাগুলি পেতে পারেন। আসুন জেনে নেওয়া যাক এসবিআই-এর হোয়াটসঅ্যাপ নম্বর কোনটি এবং কীভাবে এটির মাধ্যমে ব্যালেন্স চেক করা যায়।

Advertisment

ইউপিআই পেমেন্ট বড়সড় বদল! Google Pay, PhonePe, Paytm ইউজাররা এখনই পড়ুন এই প্রতিবেদন

হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে এসবিআই ব্যালেন্স চেক করবেন
SBI ব্যাঙ্কিং পরিষেবার WhatsApp নম্বর হল +919022690226। ব্যালেন্স চেক করতে, আপনাকে আপনার রেজিস্টার মোবাইল নম্বর থেকে এই নম্বরে একটি মেসেজ পাঠাতে হবে। আপনি যখন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে +919022690226-এ ‘হাই’ পাঠাবেন, তখন এসবিআই চ্যাট-বটে ‘গেট ব্যালেন্স’ বিকল্পটি উপস্থিত হবে। আপনাকে এই বিকল্পটিতে ক্লিক করতে হবে, তারপরে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স মোবাইল স্ক্রিনে ফুটে উঠবে। 

হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ের জন্য কীভাবে রেজিস্টার করবেন
যদি এই পদ্ধতিটি কাজ না করে, তাহলে রেজিস্টার মোবাইল নম্বর থেকে ‘WARG অ্যাকাউন্ট নম্বর’ ফরম্যাটে একটি এসএমএস পাঠান +917208933148 নম্বরে। উদাহরণস্বরূপ, যদি আপনার SBI ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর 123456789 হয়, তাহলে আপনাকে WAREG 123456789 নম্বরে +917208933148 নম্বরে এসএমএস পাঠাতে হবে।

হোয়াটসঅ্যাপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা ছাড়াও, আপনি ১০টি লেনদেনের মিনি স্টেটমেন্ট পেতে পারেন। এছাড়াও, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, পেনশন স্লিপ, ঋণ সংক্রান্ত প্রশ্ন, ডেবিট কার্ড সম্পর্কিত তথ্য ইত্যাদির মতো অনেক পরিষেবাও পাওয়া যাবে WhatsApp-এই।

sbi SBI netbanking
Advertisment