Second Hand AC: ভুলেও এই কাজ নয়! তরতরিয়ে বাড়বে ইলেকট্রিক বিল

Second hand AC disadvantages : মার্চেই হাঁসফাঁস গরম! তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত। গরম থেকে মুক্তি পেতে একমাত্র ভরসা এসি মেশিন। এসি কেনাটা এখন আর বিলাসীতা নয়, অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। তবে অনেকেই দামের কারণে নতুন এসি কিনতে পারেন না। একটা বড় অংশের মানুষের ভরসা সেকেন্ড হ্যান্ড এসি।

Second hand AC disadvantages : মার্চেই হাঁসফাঁস গরম! তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত। গরম থেকে মুক্তি পেতে একমাত্র ভরসা এসি মেশিন। এসি কেনাটা এখন আর বিলাসীতা নয়, অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। তবে অনেকেই দামের কারণে নতুন এসি কিনতে পারেন না। একটা বড় অংশের মানুষের ভরসা সেকেন্ড হ্যান্ড এসি।

author-image
IE Bangla Tech Desk
New Update
air conditioner maintenance

গরমে এসি চালানোর এই বিষয়গুলি মাথায় রাখুন Photograph: (ফাইল চিত্র)

Second hand AC disadvantages : মার্চেই হাঁসফাঁস গরম! তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত। গরম থেকে মুক্তি পেতে একমাত্র ভরসা এসি মেশিন। এসি কেনাটা এখন আর বিলাসীতা নয়, অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। তবে অনেকেই দামের কারণে নতুন এসি কিনতে পারেন না। একটা বড় অংশের মানুষের ভরসা সেকেন্ড হ্যান্ড এসি। 

Advertisment

 আপনিও যদি গরম থেকে মুক্তি পেতে বাড়িতে একটি সেকেন্ড হ্যান্ড এসি কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে সাবধান। সেকেন্ড হ্যান্ড এসি লাগানোর ক্ষেত্রে  সুবিধার থেকে অসুবিধা অনেক বেশি। এর ফলে আপনার বিদ্যুৎ বিল অনেকটা বেড়ে যেতে পারে। 

সেকেন্ড হ্যান্ড এসি কিনলে, আপনি অনেক কমেই সেকেন্ড হ্যান্ড এসি কিনতে পারে। কিন্তু সেকেন্ড হ্যান্ড এসির কেনার ফলে আপনাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে। এর মধ্যে রয়েছে গ্যাস লিকেজ, ঘন ঘন মেরামতের সমস্যা, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং পাশাপাশি সেকেন্ড হ্যান্ড এসিতে আপনি কোন ওয়ারেন্টি পাবেন না । এর ফলে আপনার খরচ বাড়তে পারে এবং আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে।

গ্যাস লিকেজ: সেকেন্ড হ্যান্ড এসিতে গ্যাস লিকেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর ফলে, এসি সঠিকভাবে ঘর ঠান্ডা করতে পারে না।  ঘন ঘন মেরামতের প্রয়োজন হয়।

Advertisment

মেরামতের খরচ: সেকেন্ড হ্যান্ড এসিতে কোম্পানির কোন ওয়ারেন্টি থাকেনা। এমন পরিস্থিতিতে, যদি কোনও সমস্যা দেখা দেয় তবে আপনাকে নিজেকেই এসি মেরামত করতে হবে। এর ফলে আপনার খরচ বাড়তে পারে।

বিদ্যুৎ বিলের উপর প্রভাব: এসি যত পুরনো হবে, তত বেশি বিদ্যুৎ খরচ হবে। যার কারণে আপনার বিদ্যুৎ বিল  স্বাভাবিকের চেয়ে বেশি আসতে শুরু করে।

আয়ু: একটি সেকেন্ড-হ্যান্ড কেনার পর সেটা কতদিন ভালভাবে চলবে তার কোন নিশ্চয়তা নেই।

ইনস্টলেশন: সেকেন্ড হ্যান্ড এসি ইনস্টল করার সময় অসুবিধা হতে পারে। আসলে, পুরানো এসির জন্য প্রয়োজনীয় ফিটিংস এবং প্লাম্বিং নাও থাকতে পারে।

আপনি চাইলে এসি মেশিন ভাড়াতেও নিতে পারেন। 
সাধারণত লোকাল ভেন্ডার থেকে এসি ভাড়া নিতে পারেন ৷ এছাড়া অনেক অ্যাপে পাবেন এসি ভাড়ার সুবিধা৷ RentoMojo, CityFurnish, FairRent অ্যাপ থেকে এসি ভাড়া করতে পারেন কয়েক মাসের জন্য। তার জন্য মাসিক আপনাকে ১২০০-১৫০০ টাকা খরচ করতে হবে।

Air Conditioner