Advertisment

AC Maintenance: সময়ে সার্ভিসিং করালেও এই কারণে নষ্ট হতে পারে এসির কয়েল, দুর্ভোগের আর শেষ থাকবে না!

কয়েলে লিকেজ? কী কারণ? জানতে পড়ুন এই প্রতিবেদন।

author-image
IE Bangla Tech Desk
New Update
AC Maintenance, Ac maintenance price, Ac maintenance near me, Ac maintenance cost, Air conditioner maintenance checklist, AC repair Noida, Ac maintenance job, Ac maintenance how often, Air conditioning maintenance procedures

কয়েলে লিকেজ? কী করবেন?

Ac maintenance cost: গরম থেকে মুক্তি পেতে যেমন এসি মেশিনের কোন বিকল্প নেই তেমনই এসির শীতলতা উপভোগ করতে আপনাকে এসি নিয়মিত সার্ভিসিং করতে হবে। যাদের বাড়িতে এসি মেশিন রয়েছে তারা কখনও না কখনও এসি মেশিন থেকে গ্যাস লিকেজের সমস্যায় পড়েছেন। এক্ষেত্রে অনেক সময় মেকানিক বলে থাকেন, ড্রেনের বা নর্দমার দুর্গন্ধের কারণে এয়ার কন্ডিশনার কয়েল নষ্ট হয়ে গ্যাস লিক হয়েছে। কিন্তু সেটা কতটা ঠিক?

Advertisment

এয়ার কন্ডিশনারের গ্যাস লিকেজ হলে তা মেরামত করতে গিয়ে দেখা যায় এসির কয়েল লিকেজের কারণে গ্যাস বেরিয়েছে। মেকানিককে যখন প্রশ্ন করা হয় কিভাবে এসির কয়েলে লিকেজ হলো? তার উত্তরে তিনি বলে থাকেন আপনার বাড়ির কাছে একটি ড্রেন রয়েছে। তার থেকে দুর্গন্ধের কারণে এয়ার কন্ডিশনারটির কয়েল নষ্ট হয়ে গিয়েছে। এবং তা থেকে গ্যাস বেরোচ্ছে।

অনেকের মনেই এই প্রশ্ন আসাটা স্বাভাবিক ড্রেনের দুর্গন্ধের কারণে এয়ার কন্ডিশনারের কয়েল নষ্ট হবে কীভাবে? ড্রেনে সাধারণত ময়লা জমে অনেক সময় তা থেকে দুর্গন্ধের সৃষ্টি হয়। এই গ্যাস হাইড্রোজেন সালফাইডের মতো মারাত্মক হতে পারে। এই গ্যাসের তীব্রতার কারণে তামা এবং অ্যালুমিনিয়ামের মতো ধাতুর সঙ্গে রাসায়নিকভাবে বিক্রিয়া করে এসি কয়েলের ক্ষতি করতে পারে।

আরও পড়ুন : < Air Conditioner: প্রবল গরমে হঠাৎ করেই বিকল এসি! ব্রেকডাউন এড়াতে কী কী করবেন? >

এসি কয়েল সাধারণত তামা এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়, যা রাসায়নিক বিক্রিয়ায় ক্ষতিগ্রস্থ হতে পারে। ফলে এসির কয়েলগুলিতে ক্ষয় সৃষ্টি হতে পারে, যা তাদের কার্যকারিতা হ্রাস করে এবং দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে।

ধুলার কারণে এসি কয়েলও নষ্ট হয়ে যায়
শুধুমাত্র ড্রেনের দুর্গন্ধের ফলে যে এসি কয়েল নষ্ট হয় তা নয়, ধুলাবালিও এসির কয়েল নষ্ট হওয়ার অন্যতম কারণ। এ কারণে এয়ার কন্ডিশনার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সময়ে সময়ে এসি সার্ভিসের জন্য বলে। সময়মতো এয়ার কন্ডিশনার সার্ভিসিং না করালে এটি নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

Air Conditioner air condition machine maintenance
Advertisment