/indian-express-bangla/media/media_files/2025/06/09/AVWZw4yozeDzCUCUCTJC.jpg)
শুভাংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় হিসেবে ইতিহাস গড়তে চলেছেন
Shubhanshu Shukla Space Mission ISS: শুভাংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় হিসেবে ইতিহাস গড়তে চলেছেন ১০ জুন। ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করতে চলেছেন লখনউয়ের শুভাংশু শুক্লা। আসন্ন ১০ জুন তিনি অ্যাক্সিওম স্পেসের চতুর্থ মানব মহাকাশ মিশন Axiom-4 এর অংশ হিসেবে মহাকাশের উদ্দেশ্যে রওনা হবেন। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের পর প্রায় ২৮ ঘণ্টার যাত্রা শেষে ১১ জুন রাত ১০টা নাগাদ তিনি পৌঁছাবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS)।
সবচেয়ে শক্তিশালী, দুর্দান্ত পারফরম্যান্স! ২০২৫ এ বাজার সেরা ৫ ইনভার্টার রীতিমত দাপট দেখাচ্ছে
শুভাংশুর মহাকাশ যাত্রা কেন বিশেষ?
ভারতীয় বায়ুসেনার প্রাক্তন পাইলট শুভাংশু শুক্লা হবেন রাকেশ শর্মার পর মহাকাশে পা দেওয়া দ্বিতীয় কোন ভারতীয়। এই মিশনে তিনি পাইলটের দায়িত্ব পালন করবেন এবং আরও তিন আন্তর্জাতিক মহাকাশচারীর সঙ্গে দুই সপ্তাহ আইএসএস-এ থাকবেন। তার সহযাত্রীদের মধ্যে রয়েছেন—পোল্যান্ডের স্লাভোস উজানস্কি-উইজননিউস্কি, হাঙ্গেরির টিবোর কাপু এবং আমেরিকান মহাকাশচারী পেগি হুইটসন।
Representing India, meet #Ax4 Mission Pilot Shubhanshu Shukla. @isropic.twitter.com/3NkwIP3ER7
— Axiom Space (@Axiom_Space) June 8, 2025
মহাকাশে পাড়ি দেওয়ার আগে এক ভিডিও বার্তায় শুভাংশু বলেন, “আমি একা মহাকাশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি না। এটা হল ১৪০ কোটি ভারতীয়ের আশা-আকাঙ্খার প্রতিফলন”। তিনি আরও জানান, মহাকাশে থেকেও তিনি ভিডিও ও ছবি শেয়ার করে দেশবাসীর সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেবেন। এছাড়াও এই অভিযানে তিনি ইসরো ও DBT-এর সহযোগিতায় ভারতের জন্য খাদ্য ও পুষ্টি সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণাতেও অংশ নেবেন।
মঙ্গলে দেখা মিলল দৈত্যাকার আগ্নেয়গিরির! মেঘ ভেদ করে বিরল ছবি ধরা পড়ল নাসার ক্যামেরায়
কে এই শুভাংশু শুক্লা?
১৯৮৫ সালের ১০ অক্টোবর জন্ম লখনউতে। ছোটবেলা থেকেই তিনি ভিন্ন কিছু করার স্বপ্ন দেখতেন। সেই ইচ্ছা থেকেই তিনি এভিয়েশন ও পাইলট ট্রেনিংয়ে বিশেষ কৃতিত্ব অর্জন করেন। পরবর্তীতে ভারতীয় বিমান বাহিনীতে যোগ দেন এবং বিভিন্ন জটিল মিশনে অংশ নিয়ে অভিজ্ঞতা অর্জন করেন।
এই অভিযানের গুরুত্ব
Axiom-4 হতে চলেছে অ্যাক্সিওম স্পেসের চতুর্থ প্রাইভেট ক্রু মিশন। নাসার সঙ্গে যৌথভাবে পরিচালিত এই অভিযান মহাকাশে গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। শুভাংশুর এই যাত্রা শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং ভারতের মহাকাশ অভিযানে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।