Simple OneS Electric Scooter: স্টাইল, মাইলেজ থেকে ফিচার্স, প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটারের বড় ঝলক, রক্তচাপ বাড়ল ওলা টিভিএসের

Simple OneS Electric Scooter: দেশজুড়ে বাড়ছে ইলেকট্রিক স্কুটারের চাহিদা। এর সঙ্গে তাল রেখে একাধিক সংস্থা ভারতের বাজারে লঞ্চ করছে একের পর এক ই-স্কুটার।

Simple OneS Electric Scooter: দেশজুড়ে বাড়ছে ইলেকট্রিক স্কুটারের চাহিদা। এর সঙ্গে তাল রেখে একাধিক সংস্থা ভারতের বাজারে লঞ্চ করছে একের পর এক ই-স্কুটার।

author-image
IE Bangla Tech Desk
New Update
Simple OneS electric Scooter

দেশজুড়ে বাড়ছে ইলেকট্রিক স্কুটারের চাহিদা। এর সঙ্গে তাল রেখে একাধিক সংস্থা ভারতের বাজারে লঞ্চ করছে একের পর এক ই-স্কুটার।

Simple OneS Electric Scooter:  দেশজুড়ে বাড়ছে ইলেকট্রিক স্কুটারের চাহিদা। এর সঙ্গে তাল রেখে একাধিক সংস্থা ভারতের বাজারে লঞ্চ করছে একের পর এক ই-স্কুটার। এবার ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা সিম্পল এনার্জি সিম্পল ওয়ানএস ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। সিম্পল ওয়ানএস-এর দাম ১,৩৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। কোম্পানির দাবি, এই ইলেকট্রিক স্কুটারটি এই বাজেটে সবচেয়ে দীর্ঘ রেঞ্জের বৈদ্যুতিক স্কুটার। সিঙ্গেল চার্জে মাইলেজ প্রায় ১৮১ কিলোমিটার বলে দাবি সংস্থার।

Advertisment

সিম্পল ওয়ানএস-এ একটি ৩.৭ kWh ব্যাটারি এবং একটি ৮.৫ কিলোওয়াট মোটর রয়েছে। এর সর্বোচ্চ গতি ১০৫ কিমি/ঘন্টা। এই ইলেকট্রিক স্কুটারটিতে চারটি রাইডিং মোড রয়েছে - ইকো, রাইড, ড্যাশ এবং সনিক। সিম্পল ওয়ানএস-এ ৭ ইঞ্চির টাচস্ক্রিন ড্যাশবোর্ড রয়েছে, যা রাইডারকে ইনকামিং কল এবং ওয়াই-ফাই অ্যাক্সেস করতে সাহায্য করে। পাশাপাশি এতে রয়েছে ব্লুটুথ সংযোগও।

সিম্পল ওয়ানএস ইলেকট্রিক স্কুটারের অতিরিক্ত ফিচার্সের কথা বলতে গেলে, এতে ফাইন্ড মাই ভেহিকেল, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (টিপিএমএস), রিজেনারেটিভ এবং র‍্যাপিড ব্রেকিং সিস্টেম এবং নতুন পার্ক অ্যাসিস্ট ফাংশন রয়েছে। OneS-এ একটি 3.7kWh ফিক্সড ব্যাটারি প্যাক রয়েছে, যা একবার চার্জে ১৮১ কিলোমিটার রেঞ্জ দিতে পারে।  

স্কুটারটিতে ৮.৫ কিলোওয়াট বৈদ্যুতিক মোটর দেওয়া হয়েছে। এছাড়াও, আরও ভালো অভিজ্ঞতার জন্য চারটি রাইড মোড রয়েছে, যার মধ্যে রয়েছে ইকো, রাইড, ড্যাশ এবং সনিক। ওয়ানএস ১০৫ কিলোমিটার প্রতি ঘণ্টার সর্বোচ্চ গতিতে পৌঁছাতে পারে এবং সোনিক মোডে ২.৫ সেকেন্ডের মধ্যে ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৌঁছাতে সক্ষম। 

Advertisment

এই ভুলগুলি করা অবিলম্বে বন্ধ করুন, নাহলে এসির গ্যাস লিক হবে! জানুন রিফিলিংয়ের খরচ

Electric scooter