২০১৮ সালের মে মাসেই জি মেইল পরিষেবা আপডেট করেছিল গুগল। সে সময় বেশ কিছু নতুন ফিচার নিয়ে আসা হয়েছিল। অবশ্য সে সব ফিচার শুধুমাত্র ডেস্কটপ সংস্করণের জন্যই কার্যকর ছিল। তবে গুগলের সাম্প্রতিকতম ফ্ল্যাগশিপ স্মার্টফোন Pixel 3 তে গ্রাহকরা জি মেইল-এর এই নতুন ফিচারাগুলি ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে সংস্থার তরফে। এই মুহূর্তে শুধুমাত্র নতুন পিক্সেল স্মার্টফোনের জন্য ফিচারগুলি পাওয়া গেলেও, কয়েক দিনের মধ্যেই আরও দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে তা নিয়ে আসা হবে বলে জানিয়েছেন সফটওয়ার ডেভলপাররা।
জানা যাচ্ছে, যে কোনও rooted android phone-এ গুগলের এই আপডেটেড ফিচারগুলি পাওয়া যাবে। এই তালিকায় রয়েছে one plus 6, one plus 6T , এবং গুগল পিক্সেলের বাকি ফোন গুলিও। তবে গুগল যে নিজের ফোনেই যাবতীয় ফিচার আগে দেবে, সে বিষয়ে গ্রাহকেরা খানিকটা আন্দাজ করতেই পারেন। তবে বাকি android ফোন গুলিতেও জিমেলের ট্রেন্ডিং সুবিধা গুলি পেতে হলে ভবিষ্যতে ডাউনলোড করতে হবে MiXplorer, যা একটা root-enabled file browser app। এই অ্যাপটি প্রথমবার ডাউনলোড করার সময় শুরুতেই ক্লিক করতে হবে ‘root’ অপশনে। উল্লেখ্য, ইন্টারনাল স্টোরেজের মধ্যেই এই অপশনটি খুঁজে পাওয়া যাবে।
আরও পড়ুন: আপনাকে আরও কিছুক্ষণ ধরে রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
অ্যাপ্লিকেশনটি root ব্যবহারের জন্য অনুমতি চাইবে। XDA ডেভলপাররা জনিয়েছেন, অনুমতি দিলে ব্যবহারকারীকে '/data/data/com.google.android.gm/shared_prefs' ঢুকে 'FlagPrefs.xml' খুলতে হবে। এর পর, ‘boolean value’ 'smart_compose_param' অনুসন্ধান করতে হবে এবং সেট করতে হবে।
আরও পড়ুন: এই মুহূর্তে ক্যামেরার রাজা Google Pixel 3
ব্যবহারকারীকে স্টোরেজের অ্যাপ সেটিংস-এ গিয়ে জি মেইল অ্যাপ্লিকেশনটি বন্ধ করতে হবে। তারজন্য ক্লিক করতে হবে ‘Force Close’। উপরে উল্লিখিত প্রক্রিয়া অনুসরণ করে কেউ তাদের Android ডিভাইসে বৈশিষ্ট্যটি পেতে চেষ্টা করতে পারেন। তবে ব্যবহারকারীদের মনে রাখা উচিত rooting এর সময় ফোনটি সুরক্ক্ষিত থাকবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।