/indian-express-bangla/media/media_files/2025/05/31/SbIAGRHUyTcwS90STXT8.jpg)
Smart Meter recharge: স্মার্ট মিটারে রিচার্জ কীভাবে করবেন? (ছবি- প্রতীকী)
Smart Meter recharge: বর্তমানে পশ্চিমবঙ্গজুড়ে ঘরে ঘরে লাগানো হচ্ছে স্মার্ট প্রিপেইড মিটার। কেন্দ্রীয় সরকারের নির্দেশে বিদ্যুৎ দফতর জোরকদমে এই প্রকল্প বাস্তবায়নে নামলেও, বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে বিভ্রান্তি। অনেকেই ভাবছেন — রিচার্জ ফুরিয়ে গেলে হঠাৎ করেই মাঝরাতে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে! এই ভয়ে অনেকেই এখনও স্মার্ট মিটার বসাতে নারাজ। কিন্তু বাস্তবটা কী?
বিদ্যুৎ দফতরের বক্তব্য কী?
- বিদ্যুৎ দফতরের বারাসত ডিভিশনের ডিভিশনাল ইঞ্জিনিয়ার বাপ্পাদিত্য ঘোষ স্পষ্টভাবে জানিয়েছেন—
- রিচার্জ শেষ হয়ে গেলেও হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে না।
- প্রতিটি স্মার্ট মিটারে ৩০০ টাকা পর্যন্ত বকেয়া বিদ্যুৎ ব্যবহার করার সুযোগ থাকবে।
- অর্থাৎ, আপনি রিচার্জ না করলেও একপ্রকার ‘ক্রেডিট ব্যালেন্স’-এ চলতে পারবেন।
আরও পড়ুন- ১ লা জুন থেকে বদলে যাচ্ছে নিয়ম! UPI, LPG, GST ও ব্যাংকিংয়ে আসছে বড় পরিবর্তন – জানুন বিস্তারিত
কখন সংযোগ বিচ্ছিন্ন হতে পারে?
যখন এই বকেয়ার সীমা ৩০০ টাকা পেরিয়ে যাবে, তখনই সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে।
তবে,
- শনিবার, রবিবার ও সরকারি ছুটির দিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে না।
- প্রতিদিন বিকেল ৫টা থেকে পরের দিন সকাল ১০টা পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে না।
- শুধুমাত্র অফিস টাইম অর্থাৎ সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যেই সংযোগ কাটা হচ্ছে।
সংযোগ কাটা গেলে কী করবেন?
- আপনি নিজের মোবাইল বা কমপিউটার থেকে অনলাইন পেমেন্ট করতে পারেন।
- অথবা কাছের বিদ্যুৎ অফিসে গিয়ে বিল মিটিয়ে দিতে পারেন।
- আরও ভালো খবর— বিল মিটিয়ে দিলেই অটোমেটিক বিদ্যুৎ সংযোগ ফিরে আসবে। আগের মত মিস্ত্রি এসে লাইন জোড়ার দরকার নেই।
স্মার্ট মিটারে বিল বেশি আসে?
এনিয়েও ধন্দ রয়েছে অনেকের। কিন্তু, বিদ্যুৎ দফতরের দাবি, এই ধারণাও ভ্রান্ত। আসলে-
- বর্তমান ইউনিট রেটেই স্মার্ট মিটারে বিল তৈরি হয়।
- শুধু আগে তিন মাসের বিল একবারে আসত, এখন প্রতি মাসেই অনলাইন স্টেটমেন্ট পাওয়া যাবে।
- হিসাব বুঝতে অসুবিধা হলে আগের ৩ মাসের বিল ৩ দিয়ে ভাগ করলেই মাসিক হিসাব মিলে যাবে।
আরও পড়ুন- অ্যাপল স্টোরের জন্য কত ভাড়া গুণতে হবে টিম কুককে? জানলে চোখ কপালে উঠবে, এই রাজ্যেই খুলবে তৃতীয় স্টোর
স্মার্ট মিটার প্রযুক্তির উন্নতি এনেছে, বিভ্রান্তি নয়। মধ্যরাতে বিদ্যুৎ চলে যাওয়ার ভয় একেবারেই অমূলক। সরকারের পক্ষ থেকেও সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই তৈরি হয়েছে নিয়মকানুন। তাই বাড়িতে স্মার্ট মিটার লাগানো নিয়ে ভয় নয়, বরং সচেতনতা দরকার।