Health Warning of Smartphones: মোবাইলের নেশা সিগারেটের মতোই! স্মার্টফোনের বিপদ থেকে বাঁচাতে মেগা প্ল্যান এই দেশের

Health Warning of Smartphones in Spain: স্পেন সরকার এমনও নিয়ম নিয়ে আসছে যেখানে বাচ্চাদের মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে। এই আইনে খসড়া তৈরির জন্য ৫০ সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Health Warnings in Smart phones: এই সতর্কবাণীতে ফোন থেকে হওয়া বিপদের বিষয়ে মানুষকে সচেতন করা হবে

Health Warnings in Smart phones: এই সতর্কবাণীতে ফোন থেকে হওয়া বিপদের বিষয়ে মানুষকে সচেতন করা হবে

Health Warning of Smartphone: মোবাইল ফোনের ব্যবহার নিয়ে এবার বড় পদক্ষেপ করছে ইউরোপের দেশ স্পেন। এবার থেকে পশ্চিম ইউরোপের এই দেশে মোবাইল ফোনের স্ক্রিনে আসবে সতর্কবাণী। এই সতর্কবাণীতে ফোন থেকে হওয়া বিপদের বিষয়ে মানুষকে সচেতন করা হবে। ভারতে যেমন সিগারেট-বিড়ি-গুটখার প্যাকেটে সতর্কতামূলক বার্তা থাকে ঠিক সেরকম।

Advertisment

আসলে স্পেনের সরকারের উপদেষ্টা মণ্ডলী একটি পরামর্শ দিয়েছে যে ওই দেশে স্মার্টফোন সংস্থাগুলিকে ফোনে সতর্কবাণী দেওয়া লেবেল লাগানো উচিত। এই মণ্ডলী চিকিৎসকদের জন্যও পরামর্শ দিয়েছে। রোগী দেখার সময় তাঁদের গড় দৈনিক স্ক্রিনটাইম জিজ্ঞেস করা উচিত চিকিৎসকদের। 

স্পেন সরকার এমনও নিয়ম নিয়ে আসছে যেখানে বাচ্চাদের মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে। এই আইনে খসড়া তৈরির জন্য ৫০ সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। 

বয়স অনুযায়ী নিয়মাবলী

Advertisment

এই কমিটি ১৩ অনূর্ধ্ব বাচ্চাদের জন্য ডিজিটাল ডিভাইস ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করতে চায়। কমিটি রিপোর্টে জানিয়েছে, ৩ বছর পর্যন্ত শিশুদের ডিজিটাল ডিভাইস একদমই দেওয়া উচিত নয়। এরপর ৬ পর্যন্ত শিশুদের তখনই দেওয়া উচিত যখন তাদের প্রয়োজন হবে। এর পর ৬-১২ বছর পর্যন্ত শিশুদের বিনা ইন্টারনেটের স্মার্টফোন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এই বয়সী বাচ্চাদের খেলাধুলায় মনোযোগ দিতে বলা হয়েছে।

আরও পড়ুন আপনার স্মার্টফোনে ম্যালওয়্যারের হানা? বুঝবেন কীভাবে?

অ্যাপস নিয়েও সুপারিশ

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সোশ্যাল মিডিয়া অ্যাপস ব্যবহারের দরুন স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা বার্তা দেখাতে হবে। অ্যাপস খোলার মুহূর্তে এবং মাঝে মাঝে সতর্কবাণী পপ-আপের মতো আসবে স্মার্টফোনে। উল্লেখ্য, এই আইন কবে লাগু হবে তা নির্দিষ্ট করা হয়নি।

smartphone Spain Tech News Smart Device 5G smartPhone Smart phone