Smartphone under 11000: ভারতীয় বাজারে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের চাহিদা আকাশছোঁয়া। কম দামে সেরা ফিচারের 5G স্মার্টফোন লঞ্চ করে আলোড়ণ ফেলল Xiaomi, লঞ্চ হল Redmi 13C 5G
5000 mAh-র শক্তিশালী ব্যাটারির পাশাপাশি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে নয়া এই স্মার্টফোনে। মাত্র ১১ হাজারের কমেই মিলবে দুর্দান্ত ফিচারের দারুণ ফিচারের এই স্মার্টফোন। নয়ে এই ফোনটি তিনটি রঙের বিকল্পে উপলব্ধ। Startrail Silver, Startrail Green এবং Startrail Black।
Redmi 13C 5G স্পেসিফিকেশন
Redmi 13C 5G স্মার্টফোনে রয়েছে MediaTek Dimensity 6100+ CPU প্রসেসর। এর সঙ্গে এই স্মার্টফোনটিতে একটি 6.74 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রিফ্রেশ রেট 90Hz। এছাড়াও, 16GB পর্যন্ত ভার্চুয়াল র্যামের সাথে এই স্মার্টফোনে 256GB পর্যন্ত স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে এই স্মার্টফোন। এই ফোনটি 4GB/6GB/8GB ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। রয়েছে 128GB/256GB-র মতো দুটি স্টোরেজ বিকল্প।
পাওয়ার ব্যাকআপের জন্য, স্মার্টফোনটিতে 5000 mAh এর শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। রয়েছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট। ক্যামেরা সেটআপ সম্পর্কে কথা বলতে গেলে, Redmi 13C 5G-তে একটি 50MP AI প্রাথমিক ক্যামেরা রয়েছে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 5MP ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে।
Redmi 13C 5G ফোনের প্রারম্ভিক মূল্য 10,499 টাকা । যেখানে ফোনটির 4GB + 128GB ভেরিয়েন্টের দাম 10,499 টাকা। এছাড়াও, স্মার্টফোনটির 6GB + 128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 11,254 টাকা। ফোনটির 8GB + 128GB ভেরিয়েন্টের দাম 13,410 টাকা। এছাড়াও, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও, আপনি এই ফোনটি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকেও কিনতে পারবেন।