Advertisment

Smartphone under 15000: cmf phone 1 থেকে Motorola, Samsung...! বাজেট ফেন্ডলি সেরা স্মার্টফোনে পান অবাক করা ফিচার্স

আজকের এই প্রতিবেদনে আমরা এমন কিছু স্মার্টফোন সম্পর্কে জানাতে চলেছি যেগুলি একেবারে লেটেস্ট, ফির্চাসে ভরপুর এবং আপনি এই স্মার্ট ফোনগুলি পাবেন মাত্র ১৫ হাজার টাকার মধ্যেই।

author-image
IE Bangla Tech Desk
New Update
"CMF Phone 1,smartphones under 15000,Tecno Spark 20 Pro,5g best phone under 15000,5g phone under 15000,best 5g phone,best camera phone under 15000,best mobile phone under 15000,under 15000 best phone,cmf phone 1,tecno spark 20 pro,cmf nothing phone 1 price,

আজকের এই প্রতিবেদনে আমরা এমন কিছু স্মার্টফোন সম্পর্কে জানাতে চলেছি যেগুলি একেবারে লেটেস্ট, ফির্চাসে ভরপুর এবং আপনি এই স্মার্ট ফোনগুলি পাবেন মাত্র ১৫ হাজার টাকার মধ্যেই।

Smartphone under 15000: CMF ফোন 1 থেকে Motorola G64, এই লেটেস্ট স্মার্টফোনগুলি কিনুন ১৫ হাজার টাকার বাজেটে। আজকের এই প্রতিবেদনে আমরা এমন কিছু স্মার্টফোন সম্পর্কে জানাতে চলেছি যেগুলি একেবারে লেটেস্ট, ফির্চাসে ভরপুর এবং আপনি এই স্মার্ট ফোনগুলি পাবেন মাত্র ১৫ হাজার টাকার মধ্যেই।

Advertisment

সাম্প্রতিক সময়ে বাজারে অনেক নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে। সাশ্রয়ী মূল্যে কোন ফোনটি আপনার জন্য একেবারে পারফেক্ট তা ভেবেই পাচ্ছেন না মানুষ। এই সমস্যা সমাধানের জন্য, ১৫ হাজার টাকার নিচে কিছু সাম্প্রতিক কিছু সেরা স্মার্টফোন সম্পর্কে এই প্রতিবেদনে তথ্য দেব। যেগুলি বাজেটে ফিট, ফির্চাসে সুপারহিট।

CMF ফোন 1

CMF ফোন 1-এ 120Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট এবং 2,000 nits পিক ব্রাইটনেস সহ একটি 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে৷ এছাড়াও এতে MediaTek Dimension 7300 5G SoC প্রসেসর রয়েছে যাতে ফোনটি আরও ভালো পারফরম্যান্স দিতে পারে। এই ফোনে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট। যার প্রাইমারি ক্যামেরাটি 50-মেগাপিক্সেল। সামনে একটি 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে।

6GB RAM/128GB স্টোরেজ সহ এই ফোনের প্রারম্ভিক দাম 15,999 টাকা। কিন্তু 12 জুলাই প্রথম সেলের সময় আপনি পাবেন 1,000 টাকা ছাড়। ছাড়ের পরে আপনি 14,999 টাকায় CMF ফোন 1-স্মার্টফোনটি কিনতে পারবেন।

টেকনো স্পার্ক 20 প্রো

Techno Spark 20 Pro-এর স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে এই ফোনে রয়েছে 6.78 ইঞ্চি ফুল HD+ IPS LCD ডিসপ্লে পাবেন। এটিতে 120 Hz রিফ্রেশ রেট এবং 2460 x 1080 পিক্সেলের রেজোলিউশন রয়েছে। Spark 20 Pro মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 চিপসেটে কাজ করে।

এই স্মার্টফোনের দামের কথা বলি, তাহলে 8 GB RAM/ 128 GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে 15,999 টাকা দিতে হবে। কিন্তু কোম্পানি আপনাকে দিচ্ছে এরা ক্যাশব্যাক অফার। এই অফারের অধীনে আপনি 2,000 টাকার ক্যাশব্যাক পেতে পারেন। ছাড়ের পর আপনি 13,999 টাকায় এই স্মার্টফোনটি কিনতে পারবেন।

Samsung Galaxy F15 5G

কোম্পানির বাজেট স্মার্টফোন Galaxy F15 5Gও একটি দারুণ অপশন। এই স্মার্টফোনে রয়েছে 6.5 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে। রয়েছে 90Hz পর্যন্ত রিফ্রেশ রেট। Galaxy F15 5G মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসরে কাজ করে। এতে 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ রয়েছে । ব্যবহারকারীরা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়াতে পারেন। বাজারে এই ফোনের দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে।

আরও পড়ুন - < AC problem in rainy season: অসহ্যকর গরমে বাড়ি ফিরেও নেই স্বস্তি! চটজলদি মিটিয়ে ফেলুন এসির এই বড় সমস্যা! >

Motorola G64

Motorola G64 এর স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, আপনি একটি 6.5 ইঞ্চি ফুল HD+ IPC LCD ডিসপ্লে পাবেন, যা 120Hz রিফ্রেশ রেট এবং 560 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও, স্মার্ট ফোনটি MediaTek Dimension 7025 প্রসেসরে কাজ করে এবং Android 14 অপারেটিং সিস্টেমে চলে। Motorola G64 তে 6,000 mAh এর ব্যাটারি ব্যাকআপ থাকবে। বাজারে এই ফোনের 8GB RAM/128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে।

smartphone Tech News 5G smartPhone
Advertisment