Advertisment

Smartwatch Under 1300: ব্লুটুথ কলিং থেকে এআই ভয়েস অ্যাসিস্টেন্ট! জলের দরে পান অত্যাধুনিক ফিচার্সের সেরা স্মার্টওয়াচ

Smartwatch Under 1300: অ্যামাজনে চলছে দিওয়ালি সেল। সেল চলাকালীন এমন অনেকগুলি স্মার্টওয়াচ কেনার অপশন রয়েছে আপনার কাছে যেখানে আপনি পাবেন ব্লুটুথ কলিং এবং এআই ভয়েস অ্যাসিস্টেন্টের মত অত্যাধুনিক ফিচার্স।

author-image
IE Bangla Tech Desk
New Update
Smartwatch Under 1300

কম দামে অত্যাধুনিক স্মার্টওয়াচ, ফিচার্স চমকে দেবে

Smartwatch Under 1300: সামনেই দিওয়ালি আর তারপরই ভাইফোঁটা। উৎসব আবহে নিজের অথবা নিজের প্রিয়জনের জন্য দুর্দান্ত  ফিচার্স সহ একটি অত্যাধুনিক স্মার্টওয়াচের সন্ধান করছেন? আজকের এই প্রতিবেদনে মাত্র ১৩০০ টাকা বাজেটে তিনটি সেরা স্মার্টওয়াচ সম্পর্কে  আপনাদের জানাতে চলেছি। যেগুলি যেমন বাজেট ফ্রেন্ডলি তেমনই এই স্মার্টওয়াচগুলিতে রয়েছে অত্যাধুনিক ফিচার্স। 

Advertisment

আপনার বাজেট যদি কম হয় এবং কম বাজেটেই আপনি যদি একটি দুর্দান্ত স্মার্টওয়াচ কেনার প্ল্যানিং করেন তাহলে  আপনার জন্য আমাদের কাছে রয়েছে এমন তিনটি স্মার্টওয়াচের তালিকা। যেগুলির ফিচার্স আপনাকে অবাক করতে বাধ্য। অ্যামাজনে চলছে দিওয়ালি সেল। সেল চলাকালীন এমন অনেকগুলি স্মার্টওয়াচ কেনার অপশন রয়েছে আপনার কাছে যেখানে আপনি পাবেন ব্লুটুথ কলিং এবং এআই ভয়েস অ্যাসিস্টেন্টের মত অত্যাধুনিক ফিচার্স। এরকম তিনটি স্মার্টওয়াচের তালিকা আপনাদের সামনে তুলে ধরা হল এই প্রতিবেদনের মাধ্যমে। যেগুলির দাম মাত্র ১৩০০টাকারও কম। তালিকায় রয়েছে নয়েজ, বোট এবং ফায়ার বোল্ট-এর মত সেরা ব্র্যান্ডগুলি। 

boAt Storm Call 3

এই ডিভাইসটিতে রয়েছে 1.83 ইঞ্চি HD ডিসপ্লে। এতে, তথ্য ও পরিষেবাগুলিতে দ্রুত অ্যাক্সেসের জন্য রয়েছে QR কোড স্ক্যান বিকল্প। নয়া এই স্মার্টওয়াচে রয়েছে একটি জরুরী SOS বৈশিষ্ট্য। ডিভাইসটিতে উন্নত ব্লুটুথ কলিংয়ের সুবিধা রয়েছে, পাশাপাশি স্মার্টওয়াচে রয়েছে 700+ অ্যাকটিভ মোড। রয়েছে IP67 রেটিং, যা ধুলো এবং ঘাম থেকে স্মার্টওয়াচকে সুরক্ষা প্রদান করে। ব্লুটুথ কানেক্টিভিটি সহ রয়েছে HD ডিসপ্লে রয়েছে। এই ডিভাইসটির দাম মাত্র 1049 টাকা।  

মহাকাশে দাপট ভারতের! চাঁদে কবে মানুষ পাঠাবে, জানিয়ে দিল ISRO

Fire-Boltt Phoenix Pro

এই ডিভাইসটিতে একটি 1.39 ইঞ্চি রাউন্ড ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন  240X240 পিক্সেল এবং এতে রয়েছে 280 NITS পিক ব্রাইটনেস। এই ডিভাইসটিতে রয়েছে প্রায় সাত দিনের স্ট্যান্ডবাই ব্যাটারি। ব্লুটুথ কলিংয়ের সঙ্গে রয়েছে মেটাল বডি। এই ডিভাইসে SpO2, হার্ট রেট এবং AI ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো ফিচার্স রয়েছে। এই স্মার্টওয়াচটির   দাম 1,199 টাকা।

Noise Twist Round dial

নয়া এই স্মার্টওয়াচের দাম 1,299 টাকা। এই ডিভাইসটিতে রয়েছে 1.38 ইঞ্চি TFT ডিসপ্লে। এই ডিভাইসের ডিসপ্লে একটি রাউন্ড এবং স্টাইলিশ মেটালিক ফিনিশের সাথে আসে। এই স্মার্টওয়াচে একটি প্রিমিয়াম অন-স্ক্রিন অভিজ্ঞতাও দেওয়া হয়েছে। এই ডিভাইসে অনেক হেলথ ফিচার্স পাওয়া যায়, যার মধ্যে অক্সিজেন মনিটর, স্লিপ মনিটর, 24×7 হার্ট মনিটর। 
এই ডিভাইসে ১০০টি স্পোর্টস মোডও দেওয়া হয়েছে। ডিভাইসটি সিঙ্গেল চার্জে সাতদিনের ব্যাটারি লাইফ প্রদান করে। 

Boat smartwatch
Advertisment