Advertisment

Smartwatch under 1500: অফারের বন্যা! স্মার্ট ওয়াচের ডিজাইনে চোখ জুড়িয়ে যাবে, ফিচার তাক লাগাবে!

আপনি যদি স্মার্টওয়াচ কেনার কথা ভাবছেন, তাহলে এই স্মার্টওয়াচগুলি আপনার জন্য এক দারুণ বিকল্প। ১৫০০ টাকার কম দামে পাবেন স্টাইলিশ এবং উত্কৃষ্টমানেই এই স্মার্টওয়াচ।

author-image
IE Bangla Tech Desk
New Update
"Fire Boltt Ninja smartwatch, smartwatch under 1500, mi Smart Watch, Noise Smart Watch, Fastrack Limitless Glide, smartwatch, smartwatch for women, smartwatch for girls, smartwatch for men"

আকর্ষনীয় ডিজাইন সেরা ফিচার সহ ২ হাজারের কম দামে পান স্মার্টওয়াচ।

Smartwatch under 1500: আকর্ষনীয় ডিজাইন সেরা ফিচার সহ ২ হাজারের কম দামে পান স্মার্টওয়াচ।

Advertisment

আপনি যদি স্মার্টওয়াচ কেনার কথা ভাবছেন, তাহলে এই স্মার্টওয়াচগুলি আপনার জন্য এক দারুণ বিকল্প। ১৫০০ টাকার কম দামে পাবেন স্টাইলিশ এবং উত্কৃষ্টমানেই এই স্মার্টওয়াচ।

mi Smart Watch:আপনি Amazon-এ এই Mi স্মার্টওয়াচটি পাচ্ছেন মাত্র ৪৪৯ টাকায়, এই স্মার্ট ওয়াচে রয়েছে ৭৪ শতাংশ ছাড়। এই স্মার্টওয়াচে রয়েছে একটি টাচস্ক্রিন ডিসপ্লে। স্মার্টওয়াচটিতে রয়েছে ব্লুটুথ সাপোর্ট, অ্যান্ড্রয়েড আইওএস ফোনেও সাপোর্ট করবে এই স্মার্টওয়াচ। আপনি দুটি রঙের বিকল্প পাবেন।

Fire-Boltt Ninja: যদিও এই স্মার্টওয়াচটির আসল দাম ১৯,৯৯৯ টাকা, কিন্তু Amazon-এই স্মার্ট ওয়াচের উপর বিরাট ডিসকাউন্ট, আপনি অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে মাত্র ১২৯৯ টাকায় ৯৪ শতাংশ ছাড় সহ এই স্মার্ট ওয়াচটি কিনতে পারবেন।

Noise Smart Watch: আপনি যদি এই স্মার্টওয়াচটি কিনতে চান তবে এর জন্য আপনাকে মাত্র ১,১৯৯ টাকা খরচ করতে হবে।
Fastrack Limitless Glide: Fastrack-এর এই স্মার্টওয়াচের ডিজাইন আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এতে আপনি অনেক উন্নত ফিচার পাবেন যা আপনার দৈনন্দিন জীবনকে সহজ করে তুলতে পারে। ১০০ টিরও বেশি স্পোর্টস মোড এবং ভয়েস অ্যাসিস্টান্ট সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। আপনি এই স্মার্টওয়াচটি মাত্র ১,২৯৯ টাকায় কিনতে পারবেন।

আরও পড়ুন : < OnePlus Nord CE 4 Lite Sale: সেল শুরু, পান ২ হাজারের ছাড়! Jio ইউজারদের জন্য বিশেষ সুবিধা >

Fire-Boltt Ninja Call Pro Plus: মেয়েদের অন্যতম পছন্দের স্মার্টওয়াচের তালিকায় রয়েছে ফায়ার-বোল্ট নিনজা কল প্রো প্লাস। এই স্মার্টওয়াচের রঙ মহিলাদের বিশেষ ভাবে আকৃষ্ট করে। Amazon বা Flipkart থেকে কিনতে পারেন। এই স্মার্টওয়াচ কিনতে আপনাকে দিতে হবে মাত্র ১,২৯৯ টাকা। পাবেন ৯৪ শতাংশ ছাড়।

Tech News smartwatch
Advertisment