Solar AC In India: গ্রীষ্মে এসি, কুলার, ফ্রিজের ব্যবহারের ফলে প্রায় প্রতিটি বাড়িতে বেশ বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় থাকেন মানুষ। এখন নামমাত্র খরচে পান সিমলা মানালির মত হাড় হিম ঠান্ডা। দিনে দিনে বাড়ছে সৌর চালিত বিদ্যুতের চাহিদা। সেই সঙ্গে পাল্লা দিয়ে মানুষ এখন সোলার এসির দিকে বেশি করে ঝুঁকছেন। সোলার এসি ব্যবহারে একদিকে যেমন বিদ্যুৎ বিল নিয়ে আর কোন টেনশন থাকবে না তেমনই বিদ্যুৎ বিভ্রাট থেকেও মিলবে মুক্তি । সোলার প্যানেল এবং এসির দাম পড়বে প্রায় ১ লক্ষ টাকা।
গরমে এসি চালাচ্ছেন! বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত? এখন চিন্তা ছাড়ুন, বদলে ফেলুন বাড়ির পুরনো স্প্লিট এসি। বিদ্যুৎ খরচ একধাক্কায় অনেকটা কমাবে সোলার এসি। গরমের হাত থেকে মুক্তি পেতে এয়ার কন্ডিশনার মেশিনের জুড়ি মেলা ভার। AC এখনকার সময়ে আর বিলাসবহুল সামগ্রীর মধ্যে পড়ে না, বরং দিন-দিন এটি এখন যেন বেশ অপিরহার্য্য হয়েই ঠেকছে অনেকের কাছেই।
জ্বালাপোড়া-ভ্যাপসা গরমের থেকে মুক্তি পেতে মধ্যবিত্তদের একটা বড় অংশ এসির দোকানে ভিড় করছেন। তবে ঠিকঠাক উপায় না জেনে AC চালালে ইলেকট্রিকের বিলও বেশ বাড়ে। সে কথা চিন্তা করে মধ্যবিত্ত শ্রেনির মানুষের একটা বড় অংশই বাড়িতে এসি থাকলেও তা সবসময় চালাতে পারেন না। রাতে ৮ ঘন্টা ও দুপুরে ২ ঘন্টা AC চালালেও বিদ্যুৎ বিল মাসে আসবে তিন থেকে চার হাজার টাকা।
এখন এই প্রতিবেদনে এমন এক এসির সন্ধান দেব যা ২৪ ঘন্টা চালালেও আপনার খরচ হবে ১টাকারও কম। কী শুনেই চমকে গেলেন? হ্যাঁ এটাই সত্যি। বিদ্যুতের বিলের টেনশন ছেড়ে সারাদিন যত সময় খুশি ততক্ষণ এসি চালান। এখন ১ টাকা খরচ করলেই মিলবে ২৪ ঘন্টার শীতলতা। সবচেয়ে কম দামে প্রচণ্ড গরমে দারুণ ঠাণ্ডা উপভোগ করতে এই প্রতিবেদনটি সম্পুর্ণ পড়ুন।
ক্রমবর্ধমান গরমেরর সঙ্গে সঙ্গে দাম বাড়তে এয়ার কন্ডিশনারেরও। পাশাপাশি বাড়ছে বিদ্যুতের মাসুল। এমন পরিস্থিতিতে প্রায় প্রত্যেকেই এসি কেনার আগে দশবার চিন্তা করেন। প্রচন্ড গরম থেকে বাঁচতে বাড়ির জন্য এসি কেনার আগে বিদ্যুৎ বিলের কথাটা চিন্তা করেন সকলেই। এমন পরিস্থিতিতে আপনি যদি নিজের জন্য এমন একটি এয়ার কন্ডিশনার কিনুন যেটি ২৪ ঘন্টা চললেও বিদ্যুৎ খরচ হবে মাত্র ১ টাকা! হ্যাঁ সোলার এসি এখন আপনার পকেট খরচ বাঁচিয়ে গরম থেকে দিতে পারে দারুণ ঠাণ্ডার অনুভূতি। বাজারে এখন সোলার এসির চাহিদা কিন্তু আকাশছোঁয়া। সোলার এসিতে আপনার বিদ্যুৎ বিল খরচ কমে প্রায় ৯০ শতাংশ।
প্রচণ্ড গরমে এসি চালাবেন তাও বিদ্যুতের বিল নিয়ে চিন্তা! তাহলে সোলার এয়ার কন্ডিশনার আপনার জন্য দারুণ বিকল্প। আপনি যদি একবার 1 টন সোলার এয়ার কন্ডিশনার কিনতে চান তাহলে তার দাম পড়বে প্রায় ১লক্ষ টাকা। পাশাপাশি আপনি যদি একটি 1.5 টন সোলার এয়ার কন্ডিশনার কিনতে চান, তবে আপনাকে খরচ করতে হবে ২ লাখ টাকার কাছাকাছি। তবে মাথায় রাখতে হবে এটা এককালীন বিনিয়োগ। ভবিষ্যতে এই সোলার এসিতে তেমন কোন খরচ নেই। টানা ২৫ বছর ধরে পান শীতল অনুভূতি। শুধুমাত্র আপনাকে নির্দিষ্ট সময় অন্তর সোলার প্যানেল এবং ব্যাটারি বদলের জন্য কিছু অর্থ ব্যায় করতে হবে।