Advertisment

বছরের প্রথম সূর্যগ্রহণ, আদৌ কি দেখতে পাবেন আপনি?

সূর্যকে আংশিক ভাবে আড়াল করবে চাঁদ। এখন প্রশ্ন, কোথা থেকে দেখা যাবে ৬ তারিখের আংশিক সূর্যগ্রহণ? ভারত থেকে কি আদৌ দেখা যাবে?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারত থেকে কি আদৌ দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ ?

আগামীকাল, ৬ জানুয়ারি, বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছি আমরা। অমোঘ মহাকালের নিয়ম মেনে আগামীকাল কাকভোরেই প্রকাশ্যে আড়াল হতে চলেছে সূর্য। বিজ্ঞানীরা জানিয়েছেন, এবার আংশিকভাবে মুখ ঢাকবে আলোকদাতা।

Advertisment

রাশিয়া, থাইল্যান্ড, চীন, জাপান সহ পূর্ব এশিয়ার একাধিক দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে। তবে এবার পূর্ণগ্রাসের মুখে নেই সূর্য, আংশিক গ্রহণ হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। উত্তর-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগর জুড়ে চলবে গ্রহণ দশা।

সূর্য যেহেতু আংশিক আড়াল হবে, তাই অর্ধচন্দ্রাকার আকৃতি ধারণ করবে। তবে এটি সূর্য, চাঁদ ও পৃথিবীর অবস্থানের ওপর নির্ভর করে থাকে। চলতি বছরে আরও দুটি সূর্যগ্রহণের সাক্ষী থাকবে পৃথিবী।

আংশিক সূর্যগ্রহণ কী? সম্পূর্ণ সূর্যগ্রহনের থেকে এটি কেন আলাদা?

সূর্য, চাঁদ, পৃথিবী এক সরল রেখাতে হলে তবেই ঘটে গ্রহণ। সূর্যগ্রহণের সময়, ভ্রমণরত অবস্থায় চাঁদ কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কিছু জায়গা থেকে সূর্যকে আংশিক বা সম্পূর্ণরূপে আর দেখা যায় না কিছু সময়ের জন্য। চাঁদের ছায়া এসে পৌঁছায় পৃথিবীর ওপর। যে কারণে ছায়া পড়া অংশে খানিক সময়ের জন্য দিনের আলো থাকে না।

সম্পূর্ণ সূর্যগ্রহণকে ঘিরে আজও রয়েছে অলীক কল্পনা ও একাধিক কুসংস্কার। যা ওই অন্ধকার সময়ের জন্য পালন করে থাকেন অনেকে। এবার সূর্যকে আংশিক ভাবে আড়াল করবে চাঁদ। এখন প্রশ্ন, কোথা থেকে দেখা যাবে ৬ তারিখের সূর্যগ্রহণ। ভারত থেকে কি আদৌ দেখা যাবে?

ইউনিভার্সাল টাইম অনুযায়ী, আংশিক সূর্য গ্রহণ ৬ জানুয়ারি শুরু হবে ২৩:৩৪:০৮ ইউটিসি চলবে ০৩ :৪৮:৪৬ পর্যন্ত। ভারতীয় সময়ে যা ৬ জানুয়ারি থেকে প্রায় সকাল ৫ টা থেকে ৯.১৮ অবধি।

তবে দুঃখের বিষয়, ভারত থেকে দৃশ্যমান হবে না সূর্যগ্রহণ। সাইবেরিয়া, মঙ্গোলিয়া, উত্তর-পূর্ব চীন, জাপান এবং কোরিয়া সহ পূর্ব এশিয়ার কিছু অংশ থেকে দেখা যেতে পারে। উত্তর প্রশান্ত মহাসাগরের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে দক্ষিণ-পশ্চিম আলাস্কা থেকেও দৃশ্যমান হবে আংশিক সূর্যগ্রহণ।

Read the full story in English

Solar eclipse
Advertisment