Advertisment

পর পর গ্রহণ, জুনেই দেখা বলয়গ্রাস, জেনে নিন তারিখ ও সময়

২০২০ সালের সূর্যগ্রহণ এশিয়া, আফ্রিকা, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের বেশিরভাগ এলাকা থেকে দেখা যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
দিনের সেরা প্রযুক্তির খবর: টুইটারের ফ্লিটস থেকে হন্ডার সাইবার অ্যাটাক

বলয়গ্রাস সূর্যগ্রহণ

Solar Eclipse June 2020 Date and Time in India: ২০২০ সালের প্রথম সূর্যগ্রহণ ২১ শে জুন দেখা যাবে। এটি ভারত থেকে দৃশ্যমান হবে। সকাল ৯: ১৫ থেকে গ্রহণ শুরু হবে এবং পূর্ণগ্রহণটি সকাল ১০:১৭ মিনিটে শুরু হবে। বেলা ১২:১০ মিনিটে হবে সর্বাধিক গ্রহণ, সেই মুহূর্তে হবে বলয় গ্রাস।
২০২০ সালের সূর্যগ্রহণ এশিয়া, আফ্রিকা, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের বেশিরভাগ এলাকা থেকে দেখা যাবে। সম্পূর্ণ গ্রহণের পর আংটির মত দেখা যাবে জানিয়েছেন বিজ্ঞানীরা।

Advertisment

Solar Eclipse timing

যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখা বরাবর থাকে আর চাঁদের অবস্থান পৃথিবী ও সূর্যের মাঝখানে হয়, তখন চাঁদের ছায়া পৃথিবীর কোনও না কোনও অংশের ওপর গিয়ে পড়ে। ফলে এই অংশ প্রায় অন্ধকার হয়ে আসে।

১৪ ডিসেম্বরের সূর্যগ্রহণ

১৪ ডিসেম্বর সকাল ৭.০৩ থেকে ১১.২৪ পর্যন্ত চলবে সূর্যগ্রহণ। সকাল ৮.০২ মিনিট থেকে শুরু হবে বলয় গ্রাস। ৯.৪৩ মিনিট নাগাদ সম্পূর্ণ গ্রহণটা দেখা যাবে।

Read the full story in English

READ the full story in English

Advertisment