Advertisment

Wearable Air Conditioner: SONY-র পকেট এসি, চলবে ১৭ ঘণ্টা ননস্টপ, প্রয়োজন নেই বিদ্যুতের, নিমেষেই মিলবে গরম থেকে মুক্তি!

সোনির পকেট এসি! গ্রীষ্মের প্রখর তাপ থেকে নিমেষেই মিলবে মুক্তি। সাইজে এই এসি এতটাই ছোট যে একে অনায়াসেই শার্টের কলারেও সেট করা যেতে পারে। ফুল চার্জে দুঘণ্টা চলবে সোনির এই পকেট এসি।

author-image
IE Bangla Tech Desk
New Update
"wearable AC, Sony, sensors, Reon Pocket 5, heating, cooling, climate control, Sony Reno Pocket 5, Sony Reno Pocket 5 price, Sony Reon Pocket 5 features, Sony Reon Pocket 5 sale, pocket ac, how to beat this summers,

সোনির পকেট এসি! গ্রীষ্মের প্রখর তাপ থেকে নিমেষেই মিলবে মুক্তি। সাইজে এই এসি এতটাই ছোট যে একে অনায়াসেই শার্টের কলারেও সেট করা যেতে পারে। ফুল চার্জে দুঘণ্টা চলবে সোনির এই পকেট এসি।

SONY-এর পকেট এসি, চলবে ১৭ ঘণ্টা ননস্টপ, প্রয়োজন নেই বিদ্যুতের, নিমেষেই গরম থেকে মুক্তি।

Advertisment

সোনির পকেট এসি! গ্রীষ্মের প্রখর তাপ থেকে নিমেষেই মিলবে মুক্তি। সাইজে এই এসি এতটাই ছোট যে একে অনায়াসেই শার্টেরকলারেও সেট করা যেতে পারে। ফুল চার্জে দুঘণ্টা চলবে সোনির এই পকেট এসি। একই রিচার্জেবল ব্যাটারি দিয়ে, প্রায় ১৭ ঘন্টা চলবে এই এসি। তবে এসির ব্যাটারি আপনাকে নিয়মিত চার্জ করতে হবে। Reon Pocket 5 AC-তে আপনি পাঁচটি কুলিং লেভেল ছাড়াও রয়েছে চারটি ওয়ার্মিং লেভেল।

প্রচণ্ড গরমে অস্থির? নাভিশ্বাস ওঠার জোগাড়? আর চিন্তা কী? এখন এমন একটি এসিও বাজারে এসেছে যেটি আপনি অনায়াসেই আপনার জামার কলারে সেট করতে পারবেন। এমনকী ট্রেনে বাসে এটিকে নিয়ে আপনি আরামে ভ্রমণও করতে পারবেন। গরম থেকে বাঁচতে এই পোর্টেবল এসি বাজারে নিয়ে এসেছে সোনি ।

আমরা এখন পর্যন্ত যে সমস্ত এয়ার কন্ডিশনার দেখেছি সেগুলি ওজনে যেমন ভারী এবং তেমনই শুধুমাত্র একটি জায়গায় ইনস্টল করা হয়ে থাকে। এখন এমন একটি এসির কথা আপনাকে বলব যেটিকে আপনি নিয়ে যে কোন জায়গায় ভ্রমণ করতে পারবেন।

শুধু তাই নয়, আপনি এই ছোট এসিটি আপনার পকেটে রাখতে পারেন এবং আপনার শার্টের কলারে সেট করে গরম থেকে অনায়াসেই মুক্তি পেতে পারেন। সোনি এমনই একটি এসি তৈরি করেছে যার আকার একটি স্মার্টফোনের চেয়েও ছোট এবং আপনি যে কোনও সময়, যে কোনও জায়গায় এই এসিকে নিয়ে ভ্রমণ করতে পারেন।

আমরা আপনাকে বলি যে Sony এর Reon Pocket 5 মডেলের পরিধানযোগ্য এসিটি আপনি সহজেই এটি আপনার শার্ট বা টি-শার্টের পিছনে সেট করতে পারেন। সোনির এই ডিভাইসটির উদ্দেশ্য ভ্রমণের সময় ব্যবহারকারীদের আরাম দেওয়া।

Sony Reon Pocket 5 হল এমন কটি ডিভাইস যা ঠান্ডা এবং গরম উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। Reon Pocket 5 AC-তে কোম্পানি পাঁচটি কুলিং লেভেল এবং চারটি ওয়ার্মিং লেভেল প্রি ইন্সটল করা রয়েছে। আপনি সহজেই এসিকে কে Reoin Pocket অ্যাপের সঙ্গে পেয়ার করতে পারবেন, তারপরে আপনি আপনার ফোন থেকেই এর সেটিংস পরিবর্তন করতে পারবেন। এতে অটো স্টার্ট অ্যান্ড স্টপ ফিচারও দিয়েছে সোনি।

আপনি এটি Sony এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারেন। Sony Reon Pocket 5 কিনতে, আপনাকে প্রায় 9,000 টাকা খরচ করতে হবে। বর্তমানে এটি শুধুমাত্র জাপান এবং হংকং এর বাজারে উপলব্ধ রয়েছে। এই ডিভাইসটি কবে এশিয়ার বাজারে আসবে তা এই মুহূর্তে কোম্পানি নিশ্চিত করেনি।

Air Conditioner
Advertisment