Advertisment

Robot Committed Suicide: কাজের চাপ সইতে না পেরে 'বিরক্ত', আত্মঘাতী রোবট, শরীর ছিন্নভিন্ন! উদ্বিগ্ন বিশ্ববাসী

প্রায়ই দেখা গেছে কাজের চাপ সামলাতে না পেরে মানুষ নার্ভাস হয়ে নানান সময়েই ভুল পদক্ষেপ নেন। সারা বিশ্বে এমন অনেক ঘটনা প্রকাশ্যে এসেছে। কিন্তু কখনো কি শুনেছেন অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যা করেছে রোবট?

author-image
IE Bangla Tech Desk
New Update
"South Korea,Gumi City,South Korea Robot, Robot,SUICIDE,trending news,Viral post,trending post, Robot Commits Suicide, south korea robot commits suicide, robot commits suicide due to work stress

কাজের চাপ সইতে না পেরে 'বিরক্ত',আত্মঘাতী রোবট, শরীর ছিন্নভিন্ন!

Robot Committed Suicide: কাজের চাপ সইতে না পেরে 'বিরক্ত',আত্মঘাতী রোবট, শরীর ছিন্নভিন্ন!

Advertisment

প্রায়ই দেখা গেছে কাজের চাপ সামলাতে না পেরে মানুষ নার্ভাস হয়ে নানান সময়েই ভুল পদক্ষেপ নেন। সারা বিশ্বে এমন অনেক ঘটনা প্রকাশ্যে এসেছে। কিন্তু কখনো কি শুনেছেন অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যা করেছে একটি রোবট? হ্যাঁ, চমকপ্রদ লাগলেও এটা সত্যি।

আসলে, দক্ষিণ কোরিয়া থেকে এমন একটি ঘটনা সামনে এসেছে, যা বিশ্বজুড়ে সবাইকে অবাক সেই সঙ্গে বিচলিত করে তুলেছে। রোবট কীভাবে আত্মহত্যা করতে পারে তা ভেবেই পাচ্ছেন না অনেকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার গুমি সিটি কাউন্সিলে।

তথ্য অনুযায়ী, এই রোবটটি সিটি কাউন্সিল বিল্ডিংয়ে কাজ করছিল, ঠিক সেই সময় রোবটটিকে এই ভবনের প্রথম এবং দ্বিতীয় তলার মধ্যে একটি সিঁড়ির নীচে ছিন্ন-ভিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন সেখানে উপস্থিত সকলে। লোকজনের মতে, এর ঠিক কিছু সময় আগে তারা রোবটটির মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। এরপর থেকেই রোবটের এই মর্মান্তিক পরিণতি নিয়ে প্রশ্ন তুলছে মানুষ।

আরও পড়ুন : < Bajaj CNG Bike: ৩০০ কিলোমিটারের অবিশ্বাস্য মাইলেজ, দুর্দান্ত সব ফিচার্স, বাজাজের CNG বাইক তোলপাড় ফেলেছে >

রোবটের আত্মহত্যার পর গুমি শহরের মানুষ খুবই উদ্বিগ্ন। এর পরিপ্রেক্ষিতে গুমি সিটি কাউন্সিল রোবট নিয়োগের পরিকল্পনা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্তের পর কিছু মানুষ বিস্মিত হয়েছেন কারণ দক্ষিণ কোরিয়া বিশ্বের সেই দেশগুলির মধ্যে একটি যেখানে কোম্পানি এবং কারখানাগুলিতে খুব দ্রুত গতিতে রোবট নিয়োগ করা হচ্ছে। সেখানে এমন সিদ্ধান্ত যথেষ্ট প্রভাব ফেলতে পারে আগামীতে।

এই রোবটটি তৈরি করেছে ক্যালিফোর্নিয়ার স্টার্টআপ কোম্পানি বিয়ার রোবোটিক্স। বর্তমানে, এই ঘটনা ভবিষ্যতে রোবট সম্পর্কিত একটি নতুন সমস্যার জন্ম দিয়েছে।

Tech News Robotics
Advertisment