/indian-express-bangla/media/media_files/2025/03/07/K7RM7aXvgodY4NaoSaw0.jpg)
বিরাট ধাক্কার মুখে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স
SpaceX rocket explodes: উৎক্ষেপণের কিছুক্ষণ পরেই বিস্ফোরণ!বিরাট ধাক্কার মুখে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের স্টারশিপ রকেটের উৎক্ষেপণ সফল হয়নি। উৎক্ষেপণের কিছুক্ষণ পরেই স্টারশিপটি আগুনের গোলায় পরিণত হয়। আসলে, স্টারশিপ উৎক্ষেপণের কিছুক্ষণ পরেই, রকেটটিতে বিস্ফোরণ ঘটে। এই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরালও হচ্ছে।
ফের বিরাট ধাক্কার মুখে বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক। বৃহস্পতিবার, উৎক্ষেপণের কয়েক মিনিট পরেই মহাকাশে স্পেসএক্সের স্টারশিপ রকেটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর রকেটটিতে বিস্ফোরণ হয়। এবং সেটি ধ্বংসাবশেষে পরিণত হয়। স্পেসএক্স জানিয়েছে, উৎক্ষেপণের পর রকেটের ইঞ্জিনটিতে কিছু ত্রুটি ধরা পড়ে।
ভিডিওতে দক্ষিণ ফ্লোরিডা এবং বাহামাসের কাছে সন্ধ্যার আকাশে আগুনের গোলার মতো ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে। এই মিশনের ব্যর্থতার পর স্পেসএক্স তাদের বিবৃতিতে বলেছে, 'স্টারশিপ রকেটটি র ইঞ্জিনে কিছু ত্রুটি এবং এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে ঘটে যায় বিরাট দুর্ঘটনা।' তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চালাবে সংস্থা। এদিকে স্পেসএক্স স্টারশিপ রকেট ভেঙে পড়ার ফলে মাস্ক এক সেকেন্ডে ১৫৬৮১৮৬০৩৫২০কোটি ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে। উৎক্ষেপণের মাত্র ৮ মিনিট পরেই স্টারশিপ রকেটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
Just saw Starship 8 blow up in the Bahamas @SpaceX@elonmuskpic.twitter.com/rTMJu23oVx
— Jonathon Norcross (@NorcrossUSA) March 6, 2025
এর আগেও, মাত্র ২ মাস আগে, এলন মাস্কের স্পেসএক্সের আশা ভেঙে গিয়েছিল। মাত্র ২ মাস আগে, টার্কস এবং কাইকোস দ্বীপপুঞ্জে একটি রকেটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই দশকের শেষের দিকে চাঁদে মহাকাশচারীদের অবতরণের জন্য নাসা স্টারশিপ রকেট বুক করেছে। স্পেসএক্সের ইলন মাস্ক বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী রকেট স্টারশিপের মাধ্যমে মঙ্গল গ্রহে পৌঁছানোর লক্ষ্য সামনে রেখেছেন। তদন্ত অনুসারে,জানা গিয়েছে জ্বালানি লিকেজ থেকে আগুন লেগেছিল যার ফলে মহাকাশযানের ইঞ্জিন বন্ধ হয়ে যায়।