Stabilizer in air conditioner: এয়ার কন্ডিশনার এখন আর শখ বা বিলাসিতা নয়। বিশ্ব উষ্ণায়নের জেরে এসি এখন সাধারণের কাছে অপরিহার্য্য হয়ে দাঁড়িয়েছে।
রাজ্যে বর্ষা এখনও তার স্বাভাবিক ছন্দে আসেনি। ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত আম-আদমির। এই গরম থেকে বাঁচার জন্য অনেকেই এসি চালাচ্ছেন। তবে একটানা অনেকক্ষণ এসি চালানো মধ্যবিত্তের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কারণ এসি বেশিসময় চললে বিদ্যুৎ বিলের অঙ্কটাও কপালে চিন্তার ভাঁজ ফেলবে। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই স্টেবিলাইজার লাগিয়ে নিচ্ছেন। এখন জানা জরুরি কেন স্টেবিলাইজার প্রয়োজন, ইনভার্টার এসি-র ক্ষেত্রেও কী এটি প্রয়োজনীয়?
বাজারে ভোল্টেজ অনুযায়ী অনেক কোম্পানির স্টেবিলাইজার পাওয়া যায়, যেগুলোর মধ্যে যেকোনো কোম্পানির স্টেবিলাইজার কিনতে পারেন। স্ট্যাবিলাইজেশন কোম্পানিগুলি তাদের পণ্যের উপর ২ থেকে ৫ বছরের ওয়ারেন্টি দেয়।
এয়ার কন্ডিশনার স্টেবিলাইজার প্রধানত ভোল্টেজ ওঠানামা থেকে এসিকে রক্ষা করে। ভোল্টেজের আকস্মিক পরিবর্তন এয়ার কন্ডিশনারটির সেনসেটিভ ইলেকট্রনিক পার্টসগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। স্টেবিলাইজার নিশ্চিত করে যে এয়ার কন্ডিশনার সর্বদা একটি স্থিতিশীল এবং উপযুক্ত মাত্রায় ভোল্টেজ পেতে পারে, যার ফলে এসির লাইফ যেমন বাড়ে তেমনই এসি দুরন্ত দক্ষতায় তার কাজ চালিয়ে যেতে পারে।
আরও পড়ুন - < Airtel: ‘মারকাটারি’ অফারে উপভোগ করুন সীমাহীন 5G, ধামাকে প্ল্যানে বাজিমাত Airtel-র, Jio কে বিরাট টেক্কা >
স্টেবিলাইজারের উপকারিতা
-ভোল্টেজের উঠা-নামা থেকে সুরক্ষা।
-এয়ার কন্ডিশনারটির আয়ু বৃদ্ধি পায় কারণ এটি সর্বদা নিরাপদ ভোল্টেজে প্রদান করে।
-স্থিতিশীল ভোল্টেজে আরও দক্ষতার সঙ্গে কাজ করে এসি মেশিন।
-ইনভার্টার এসি-তে স্টেবিলাইজার প্রয়োজন?
ইনভার্টার এসিতে সাধারণ ভাবে স্টেবিলাইজারের প্রয়োজন হয় না। তবে আপনার এলাকায় প্রচুর ভোল্টেজের ওঠানামা করে সেক্ষেত্রে স্টেবিলাইজার ব্যবহার করলে বিদ্যুৎ বিলের পাশাপাশি এসির নিরাপত্তা সব কিছুই সুরক্ষিত থাকে।
স্টেবিলাইজার কখন প্রয়োজন?
-যদি আপনার এলাকায় ঘন ঘন ভোল্টেজ ওঠানামা হয়।
-যদি আপনার এয়ার কন্ডিশনারটির মডেলটি পুরানো হয় এবং এতে বিল্ট-ইন ভোল্টেজ সুরক্ষা না থাকে।
-আপনি যদি বাড়তি সুরক্ষা চান এবং দীর্ঘ সময় ধরে এসির কার্যক্ষমতা বজায় রাখতে চান।
-সংক্ষেপে, সাধারণত ইনভার্টার এসি-তে স্টেবিলাইজারের প্রয়োজন হয় না, তবে এটি আপনার নির্দিষ্ট পরিস্থিতি এবং ভোল্টেজের অবস্থার -উপর নির্ভর করে।