Sunita Williams Homecoming Date & Time: অবশেষে স্বস্তি! বিরাট সুখবর দিল নাসা, কবে কীভাবে পৃথিবীতে ফিরবেন সুনিতা, সামনে এল বড় আপডেট

Sunita Williams Homecoming Date & Time: নাসার ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী ব্যারি উইলমোরের পৃথিবীতে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা।

author-image
IE Bangla Tech Desk
New Update
Sunita Williams Homecoming Date & Time Nasa Big Updates News In bengali

অবশেষে স্বস্তি! বিরাট সুখবর দিল নাসা, কবে কীভাবে পৃথিবীতে ফিরবেন সুনিতা, সামনে এল বড় আপডেট Photograph: (ফাইল চিত্র)

Sunita Williams Homecoming Date & Time: নাসার ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী ব্যারি উইলমোরের পৃথিবীতে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। 

Advertisment

বিরাট সুখবর শোনালো নাসা। শেষ হতে চলেছে সমস্ত উৎকন্ঠার অবসান। দীর্ঘ কয়েক মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটানোর পর অবশেষে পৃথিবীতে ফিরতে চলেছেন সুনিতা উইলিয়ামস। 

মার্কিন মহাকাশ সংস্থা নাসা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে সুনিতা উইলিয়ামস এবং উইলমোর চলতি মার্চের শেষের দিকে পৃথিবীতে ফিরে আসবেন। নাসার দুই মহাকাশচারী আট মাসেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রয়েছেন। 

সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোরের আগেই পৃথিবীতে  ফিরে আসার কথা ছিল কিন্তু মিশনে প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের ফিরে আসাটা বেশ কিছুটা বিলম্বিত হয়েছে।

Advertisment

ক্রু-১০ মিশনটি ১২ মার্চ, ২০২৫ তারিখে স্থানীয় সময় সন্ধ্যা ৭:৪৮ মিনিটে উৎক্ষেপণ করা হবে। ক্রুদের মধ্যে রয়েছেন মহাকাশচারী অ্যান ম্যাকক্লেইন এবং নিকোল আয়ার্স, রসকসমস মহাকাশচারী কিরিল পেসকভ এবং জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির তাকুয়া ওনি। ক্রু-১০  আইএসএস-এ পৌঁছানোর পর, এক সপ্তাহব্যাপী আনুষ্ঠানিক হস্তান্তর পর্ব অনুষ্ঠিত হবে। এর পর সুনিতা উইলিয়ামস এবং উইলমোরকে পৃথিবীতে ফিরে আনা হবে। তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বৈজ্ঞানিক গবেষণা এবং রক্ষণাবেক্ষণের কাজের সঙ্গে আপাতত যুক্ত রয়েছেন। 

নারী দিবস উপলক্ষ্যে বিরাট অফার লঞ্চ করল PhonePe , এত সুবিধা কল্পনাই করতে পারবেন না

২০২৪ সালের জুন থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) থাকা সুনীতা উইলিয়ামসের ২০২৫ সালের ১২ মার্চ পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে। তাদের মিশন, প্রাথমিকভাবে মাত্র ১০ দিনের জন্য নির্ধারিত ছিল, বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানের কারিগরি সমস্যার কারণে তাদের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয় নি।  নাসা তখন থেকে স্পেসএক্সের ক্রু ড্রাগন ব্যবহার করে তাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

সুনিতা উইলিয়ামস কোথায় এবং কীভাবে ফিরবেন?

সুনিতা উইলিয়ামস স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযানে চড়ে পৃথিবীতে ফিরে আসবেন। আটলান্টিক মহাসাগর বা মেক্সিকো উপসাগরে প্যারাসুট সহ অবতরণের আগে ক্যাপসুলটি নিয়ন্ত্রিত পদ্ধতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করবে।

sunita-williams